Advertisement
১৮ নভেম্বর ২০২৪

রাশি অনুযায়ী জেনে নিন আপনার মানসিক শান্তি পাওয়ার উপায় কোনটি

মেষ রাশির জাতক-জাতিকারা মানসিক শান্তি তখনই পান, যখন তাঁরা নিজের সঙ্গে বেশির ভাগ সময় কাটাতে পারেন। নিজের মধ্যে মগ্ন থেকেই এঁরা সবথেকে বেশি খুশি হন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৮:৫১
Share: Save:

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা মানসিক শান্তি তখনই পান, যখন তাঁরা নিজের সঙ্গে বেশির ভাগ সময় কাটাতে পারেন। নিজের মধ্যে মগ্ন থেকেই এঁরা সবথেকে বেশি খুশি হন।

বৃষ: বৃষ রাশির মানুষ প্রাণায়াম করার মধ্যে মানসিক শান্তি খুঁজে পান। ধ্যান এঁদের অন্যতম শান্তির মাধ্যম।

মিথুন: মিথুন রাশির জাতক-জাতিকাদের জলে থাকাটাই মানসিক শান্তির একমাত্র উপায়, তা স্নান হোক বা সাঁতার কাটা।

কর্কট: কর্কট রাশির মানুষরা নিজেদের পরিবারকে সবথেকে বেশি সুখী দেখতে চান, এতেই এঁদের শান্তি।

সিংহ: সিংহ রাশির জাতক-জাতিকারা খুব ভ্রমণ প্রিয়। তাই কাছে হোক বা দূরে যে কোনও স্থানে ঘুরতে যেতে পারলেই এঁদের মন শান্ত হয়ে যায়।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা মানসিক চাপ কাটানোর জন্য ছবি আঁকেন। কোনও কোনও সময় গান গেয়েও মন হালকা করে থাকেন।

আরও পড়ুন: শনিবার ভুল করেও এই জিনিসগুলো কেনাবেচা করবেন না

তুলা: তুলা রাশির মানসিক চাপ কাটানোর সবথেকে সেরা উপায় ব্যায়াম করা বা জিমে যাওয়া।

বৃশ্চিক: বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মানসিক চাপ কাটানোর উপায় ভাল মন্দ খাওয়া ও ঘুম।

ধনু: ভাল সিনেমা দেখা, খেলা, এ সবের মধ্যেই মানসিক শান্তি খুঁজে পান ধনু রাশির মানুষরা।

মকর: মকর রাশির মানুষরা সবথেকে বেশি মানসিক শান্তি পান ঈশ্বরের আরাধনা করে। নিজেকে পুজোর কাজে ব্যস্ত রাখতে পারলেও খুব মানাসিক শান্তি বোধ করেন।

কুম্ভ: কুম্ভ রাশির মানুষদের খেলাধুলোতেই মানসিক শান্তি, তা নিজে খেলে হোক বা খেলা দেখে।

মীন: মীন রাশির মানুষদের মানসিক শান্তি পাওয়ার জন্য বাড়িতে পোষ্য রাখা জরুরী। পোষ্যদের সঙ্গেই সময় কাটিয়ে এঁরা মানসিক শান্তি পান।

অন্য বিষয়গুলি:

Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy