—প্রতীকী ছবি।
পৃথিবীর বিভিন্ন দেশে সংখ্যাতত্ত্বের বিভিন্ন পদ্ধতির প্রচলন আছে। জন্মসংখ্যা অনুযায়ী প্রত্যেকেই কোনও না কোনও গ্রহের প্রভাবে প্রভাবিত হয়। সাধারণ মানুষের হিসাবের জন্য খুব সহজ-সরল, গ্রহণযোগ্য পদ্ধতি অনুসার কী ভাবে নিজের জন্মসংখ্যা নির্ণয় করা হয় জেনে নিলেই হবে। জ্যোতিষশাস্ত্রে জন্মসংখ্যা অনুযায়ী বহু গ্রহের নানা প্রকার প্রভাবের কথার উল্লেখ রয়েছে। ২০২৫ মঙ্গলের বছর হওয়ার ফলে সকলের জীবনেই মঙ্গলের প্রভাবের ফলে নানা পরিবর্তন দেখা যাবে।
জন্মসংখ্যা নির্ণয়ের পদ্ধতি অতি সহজ। নিজের জন্মদিন অর্থাৎ জন্মতারিখের সংখ্যা, মাসের সংখ্যা এবং জন্ম বছরের (সালের) সংখ্যার যোগফল এক সংখ্যায় পরিবর্তন করলে যে সংখ্যাটি পাওয়া যায়, সেটিই হল আপনার জন্মসংখ্যা।
প্রাপ্ত সংখ্যা অনুযায়ী ফল:
১ জন্মসংখ্যার ব্যক্তিদের উপর জন্মগত ভাবে রবির প্রভাব থাকে। ২০২৫ সালে এরই সঙ্গে মঙ্গলের প্রভাব পড়ার ফলে কর্মশক্তি বৃদ্ধি পাবে। নতুন বছরটি এঁদের জন্য প্রাপ্তির বছর, মানসম্মান প্রাপ্তি হবে, কাজ এবং ব্যবসায় সফলতা প্রাপ্তি হবে। রাগ, অহঙ্কার বৃদ্ধি পাবে।
২ জন্মসংখ্যার জাতক-জাতিকারা জম্নগত ভাবে চন্দ্রের প্রভাবে প্রভাবিত হয়। নতুন বছরে এরই সঙ্গে মঙ্গলের প্রভাব যুক্ত হওয়ার ফলে তাঁদের হঠকারিতা বৃদ্ধি পাবে। সব বিষয়ে অনুকূল ফল পাবেন না। আবেগ এবং রাগ নিয়ন্ত্রণে না রাখলে সমস্যা হবে। ২০২৫-এ মানিয়ে চলতে হবে।
জন্মগত ভাবে ৩ জন্মসংখ্যার ব্যক্তিরা বৃহস্পতির প্রভাবে প্রভাবিত হয়। এই বছর এরই সঙ্গে মঙ্গলের প্রভাব থাকার ফলে বছরটি ভালই কাটবে। কর্মে সফলতা প্রাপ্তি হবে, পদোন্নতির যোগ রয়েছে। নতুন সম্পর্ক স্থাপন হতে পারে, সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে।
জন্মগত ভাবে ৪ জন্মসংখ্যার ব্যক্তিরা রাহুর প্রভাবে প্রভাবিত হয়। এই বছর এরই সঙ্গে মঙ্গলের প্রভাব থাকার ফলে হঠকারিতা এবং ভ্রম বৃদ্ধি পাবে। ঝুঁকি এড়িয়ে চলুন, সতর্কতার সঙ্গে চলাফেরা করুন, বিশেষত গাড়ি চালানো বা রাস্তা দিয়ে হাঁটার সময় সাবধান থাকুন।
৫ জন্মসংখ্যার জাতক-জাতিকারা জম্নগত ভাবে বুধের প্রভাবে প্রভাবিত হয়। এই বছর এরই সঙ্গে মঙ্গলের প্রভাব থাকার ফলে বছরটি ভালই কাটবে। নতুন কিছু শুরুর পক্ষে বছরটি শুভ।
৬ জন্মসংখ্যার জাতক-জাতিকারা জম্নগত ভাবে শুক্রের প্রভাবে প্রভাবিত হয়। নতুন বছরে এরই সঙ্গে মঙ্গলের প্রভাব যুক্ত হওয়ার ফলে বিয়ে, প্রেম বা সন্তানপ্রাপ্তির পক্ষে শুভ ফল পাবেন। দাম্পত্যসুখ বৃদ্ধি পাবে।
জন্মগত ভাবে ৭ জন্মসংখ্যার ব্যক্তিরা কেতুর প্রভাবে প্রভাবিত হয়। কেতুর উপর মঙ্গলের প্রভাব কখনও শুভ, কখনও আবার অশুভ ফল দান করে। ৭ জন্মসংখ্যার ব্যক্তিদের জন্য বছরটি শুভ হলেও, নিজের অনুভুতিগুলোকে গুরুত্ব দিন। গর্ভবতী মহিলাদের বিশেষ সচেতনতা অবলম্বন জরুরি।
৮ জন্মসংখ্যার জাতক-জাতিকারা জম্নগত ভাবে শনির প্রভাবে প্রভাবিত হয়। নতুন বছরে এরই সঙ্গে মঙ্গলের প্রভাব যুক্ত হওয়ার ফলে অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। কর্মে গতি আসবে। তবে চলাফেরা এবং গাড়ি চালানোর সময় বিশেষ সতর্কতা অবলম্বন জরুরি।
৯ জন্মসংখ্যার জাতক-জাতিকারা জম্নগত ভাবে মঙ্গলের প্রভাবে প্রভাবিত হয়। নতুন বছরটি এঁদের জন্য শুভ হলেও রাগ, অহঙ্কার বৃদ্ধি পাবে, নিয়ন্ত্রণ জরুরি। অন্যথায় জটিল সমস্যা সৃষ্টি করবে। শরীরের উপর নজর দিন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy