বসন্ত উৎসব শ্রী শ্রী কৃষ্ণের আরাধনার উৎসব।
দোল রঙের উৎসব। একে অপরকে রং এবং আবীর মাখিয়ে শুভেচ্ছা, ভালবাসা বিনিময় এবং মিষ্টি মুখ করার উৎসব। দোল বা বসন্ত উৎসব কেবল বাংলার উৎসব নয়। বসন্ত উৎসব বাংলায় দোল এবং অন্যান্য প্রদেশে হোলি নামে পালিত হলেও আসলে বসন্ত উৎসব শ্রী শ্রী কৃষ্ণের আরাধনার উৎসব। হোলি সাধারণত দোলের পরের দিন পালন করা হয়।
আগামী ২৮ মার্চ, ১৪ চৈত্র রবিবার শ্রী শ্রী কৃষ্ণের দোলযাত্রা। এ দিন শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৬তম আবির্ভাব উৎসব।
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে—
পূর্ণিমা তিথি আরম্ভ–
ইংরেজি– ২৭ মার্চ, শনিবার, ২০২১
বাংলা– ১৩ চৈত্র, শনিবার, ১৪২৭
সময়- রাত ৩টে ২৭ মিনিট
পূর্ণিমা তিথি শেষ–
ইংরেজি– ২৮ মার্চ, রবিবার, ২০২১
বাংলা– ১৪ চৈত্র, রবিবার, ১৪২৭
সময়– রাত ১২টা ১৮ মিনিট
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে—
পূর্ণিমা তিথি আরম্ভ–
ইংরেজি– ২৭ মার্চ, শনিবার, ২০২১
বাংলা– ১৩ চৈত্র, শনিবার, ১৪২৭
সময়- রাত ২টো ৪৩ মিনিট ৩৫ সেকেন্ড
পূর্ণিমা তিথি শেষ–
ইংরেজি– ২৮ মার্চ, রবিবার, ২০২১
বাংলা– ১৪ চৈত্র, রবিবার, ১৪২৭
সময়– রাত ১২টা ৫৪ মিনিট ৪২ সেকেন্ড
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy