Advertisement
০৫ নভেম্বর ২০২৪

অর্থ, শিক্ষা, ব্যবসা ও কেরিয়ারের জন্য দোল পূর্ণিমায় বিশেষ টোটকা

দোল পূর্ণিমা মহৎ একটি উৎসব যা আমরা আনন্দের সঙ্গে পালন করি। এই দিন সকলের মন প্রাণ রঙে রঙে ভরে ওঠে। এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বসন্ত উৎসব পালিত হয়। এই দিন কিছু টোটকার মাধ্যমে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে। দেখে নেওয়া যাক অর্থ, শিক্ষা, ব্যবসা ও কেরিয়ারের জন্য কোন রং ব্যবহার করা শুভ।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ০৭ মার্চ ২০২০ ০০:০৫
Share: Save:

দোল পূর্ণিমা মহৎ একটি উৎসব যা আমরা আনন্দের সঙ্গে পালন করি। এই দিন সকলের মন প্রাণ রঙে রঙে ভরে ওঠে। এই দিন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে বসন্ত উৎসব পালিত হয়। এই দিন কিছু টোটকার মাধ্যমে জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে পারে। দেখে নেওয়া যাক অর্থ, শিক্ষা, ব্যবসা ও কেরিয়ারের জন্য কোন রং ব্যবহার করা শুভ।

টোটকা:

১) দোল পূর্ণিমার দিন অবশ্যই বাড়িতে সত্যনারায়ণের ব্রত পালন করতে হবে এর ফলে বাড়িতে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়।

২) দোল পুর্ণিমার দিন একটু হলুদ, গঙ্গাজল ও দুধ এক সঙ্গে মিশিয়ে বাড়ির সদর দরজার সামনে ওঁ এবং স্বস্তিক চিহ্ন আঁকুন। এতে বাড়ির যত নেগেটিভ এনার্জি রয়েছে তা দূর হয়ে পজেটিভ এনার্জি প্রবেশ করবে।

৩) এই দিন রাতে অবশ্যই চন্দ্র দর্শন করতে হবে অর্থাৎ চাঁদের দিকে বেশ কিছু ক্ষণ একটানা তাকিয়ে থাকতে হবে।

আরও পড়ুন: ১৪২৬ সনের দোল পূর্ণিমার নির্ঘণ্ট

৪) এই দিন বাড়ির সদর দরজা আমের পল্লব দিয়ে সাজাতে হবে।

৫) এই বিশেষ দিনে অবশ্যই নিরামিষ খেতে হবে।

৬) দোল পূর্ণিমার দিন রং খেলার আগে অবশ্যই নিজের পছন্দ মতো রং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তবেই রং খেলা আরম্ভ করুন।

কোন রং ব্যবহার করবেন:

অর্থের জন্য: অর্থের জন্য গোলাপি রং বেশি পরিমাণে ব্যবহার করুন।

স্বাস্থ্যের জন্য: স্বাস্থ্যের জন্য লাল রং।

শিক্ষা: শিক্ষার জন্য হলুদ রং।

কেরিয়ার: কেরিয়ারের জন্য নীল রং।

অন্যান্য রং ব্যবহারের সঙ্গে এই রংগুলো অবশ্যই ব্যবহার করুন।

অন্য বিষয়গুলি:

Dol Purnima Holi Celebration
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE