Advertisement
১০ অক্টোবর ২০২৪

জ্যোতিষে চতুর্থভাব জমি, বাড়ী ও গৃহ

চতুর্থভাব ও মঙ্গল শুভ হলে এবং এদের দশা-অন্তর্দশায় জমি-বাড়ি কেনা বেচা চলতে পারে। কিন্তু এরা অশুভ হলে ওই সময় বাড়ী-জমি লোকসানে বিক্রি হয়ে যেতে পারে।

অসীম সরকার
শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০০:০১
Share: Save:

জ্যোতিষে চতুর্থভাব থেকে অনেক কিছুর বিচার করা হয়। আমরা এখানে শুধুমাত্র জমি, বসত বাড়ি, ভূসম্পত্তি, খামার বাড়ী, গোয়াল, বাগান, পুকুর বা জলাশয় এইসবের মধ্যে আমাদের আলোচনা সীমাবদ্ধ রাখব।

* চতুর্থভাব ও মঙ্গল শুভ হলে এবং এদের দশা-অন্তর্দশায় জমি-বাড়ি কেনা বেচা চলতে পারে। কিন্তু এরা অশুভ হলে ওই সময় বাড়ী-জমি লোকসানে বিক্রি হয়ে যেতে পারে।

*চতুর্থ ভাব ও শনির সঙ্গে শুভ সম্পর্ক হলে ঘর বা গৃহ নির্মাণ হতে পারে।

* চতুর্থ ভাব যদি কোনও ভাবে পঞ্চম ভাবের নির্দেশক হলে ও শুক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে সুন্দর, শৌখিন বাড়িতে বসবাসের যোগ্যতা লাভ হয়।

*চতুর্থ ভাব ও অশুভ বুধের সঙ্গে সম্পর্ক তৈরী হলে, যৌথ পরিবার থেকে সম্পত্তি ভাগাভাগি করে বিচ্ছিন্ন হওয়া নির্দেশ করে। এর সঙ্গে কোনও ভাবে বৃহস্পতি যুক্ত হলে, আইন-আদালতের মাধ্যমে ভাগাভগি হবে এটা বোঝায়।

* চতুর্থ ভাবের সঙ্গে কেতু অথবা রাহুর সম্পর্যুক্ত হলে ভাড়া বাড়ীতে বাস বোঝায়।

*চতুর্থ ভাবের সঙ্গে নবমপতি ও শনির সম্পর্যুক্ত হলে, পৈত্রিক বাড়িতে বসবাস বোঝায়।

*চতুর্থভাবের সঙ্গে অষ্টমভাব বা অষ্টমপতির নির্দেশক হয়ে জলরাশি ও চন্দ্রের সঙ্গে সম্পর্কযুক্ত হলে পুকুর, ডোবা, খাল-বিল, দীঘির ধারে গৃহ নির্মাণ বোঝায়। এর সঙ্গে কর্কট রাশির যোগ থাকলে নদীর পাশে বাড়ি বা গৃহ নির্মাণ বোঝায়। অনেক সময় জাতক জাতিকার জন্ম হয় মামার বাড়িতে।

* চতুর্থ ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের সংযোগ হয়ে শুক্র বা বৃহস্পতির সঙ্গে সম্পর্কযুক্ত হলে বড় ফ্ল্যাটে বা বড় বিল্ডিংয়ের ফ্ল্যাটে বসবাস বোঝায়।

* চতুর্থ ভাব চর রাশি ও চতুর্থ পতি ও তার কারক গ্রহ চর রাশিতে অবস্থান করলে বহুস্থানে বাস গৃহ বা ফ্ল্যাট হয়।

* জন্ম লগ্নের চতুর্থে রবি ও মঙ্গল তার বাড়িতে কুয়ো কাটলে জল পাবে না। অথবা জলের লাইন থাকলে নানা কারণে জল পেতে বাধা আসবে। বাড়ীর নম্বর যদি সাত সংখ্যা হলে তো কথায় নেই। এই সব ক্ষেত্রে আজীবন কম বেশী জলকষ্ট থেকেই যায়।

* চতুর্থে চন্দ্র বা শুক্র থাকলে কুয়োর জল সুস্বাদু হবে, বৃহস্পতি থাকলে নির্মল ও অতি মিষ্ট হবে, শনি ও রাহু থাকলে জল হবে তিক্ত, বোদা, বিবর্ণ, ব্যাক্টেরিয়া বা দূষণযুক্ত। বুধ থাকলে মধ্যম হবে।

চতুর্থে শনি থাকলে বাড়ি বা গৃহ পরিবেশ বেশ অগোছাল হয়, পুরনো বাড়ী হলে অনেক সময় বাড়ি মেরামতির অভাবে ছাদ দিয়ে জল পড়ে। তার কৃষিজমি বা খামার বাড়ি থাকলে আফলা বৃক্ষ জন্মায়, ধান জমি থাকলে সব বৎসর সমান ভাবে ফসল পাবে না। বার বার জমি থেকে আয়ে বাধা আসবে। নদীর ধারে জমি হলে ৫০ বৎসরের মধ্যে কমপক্ষে একবার ভাঙনের মধ্যে পড়বে।

*লগ্ন ও চতুর্থ পতি খুব বলবান হলে জাতক অনেক ভূসম্পত্তির, বাগান, পুকুর ও কৃষিজমির বা বিশাল খামার বাড়ির মালিক হবেই।

*রবি যুক্ত শনি চতুর্থে, চন্দ্র নবমে, মঙ্গল একাদশে থাকলে গৃহে প্রচুর গো মহিষাদি লাভ হয় ও গৃহ কর্তা তা থেকে আর্থিক ভাবে লাভবান হয়।

*চতুর্থে শুক্র বা চন্দ্র বা বৃহস্পতি একক ভাবে বা যুগ্মভাবে অবস্থান করে কোনও অশুভ গ্রহদ্বারা দৃষ্ট না হয়, তখন সেই গৃহে সব সময় বহু প্রকার অন্ন, ঘৃত, দুগ্ধসহ নানা রকম খাবারে পূর্ণ থাকে, প্রকৃত অর্থে তার সে রকম অভাব থাকে না। চতুর্থে শুক্র থাকলে বাড়িতে আধ্যাতিক গুরু, মহৎ ব্যক্তি, সাধু, সন্ন্যাসীর, মহাপুরুষের কমবেশি আগমণ হয়েই থাকে।

*চতুর্থে ভাবে রাহু বা কেতু বা মঙ্গল বা শনি একক ভাবে বা যুগ্মভাবে থাকলে এবং সেই সঙ্গে বাড়ী নম্বর ৪(চার) বা ৮(আট) বা ৯(নয়) হলে গৃহে বা ফ্ল্যাটে কোনও না কোনও অশান্তি থাকবেই বা গৃহসুখে কম বেশী বিঘ্ন হবেই এবং ক্ষেত্র বিশেষে বাড়ীতে দোষ থাকেই। গৃহের মালিক যতই আর্থিক ভাবে প্রতিষ্ঠিত হোক না কেন।

অন্য বিষয়গুলি:

Fourth positions house and lands astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE