আমরা সকলেই জানি যে বৃহস্পতিবার হল মা লক্ষ্মীর আরাধনা করার দিন। তবে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রবিবার দিনও লক্ষ্মীদেবীর দিন। রবিবার দিনটি সূর্যদেবেরও দিন। শুধু যে বৃহস্পতিবার এবং শুক্রবার মা লক্ষ্মীর পুজো করতে হয় তা নয়, রবিবারও মা লক্ষ্মীর পুজো করা যায়। এ ছাড়াও কয়েকটি কাজ রয়েছে যেগুলি রবিবার ভুলেও করতে নেই। সেই কাজগুলি করলে সূর্যদেব যেমন কুপিত হন, ঠিক তেমন লক্ষ্মীদেবীও কুপিত হন। জেনে নিন কোন কাজগুলি রবিবার করবেন না।
আরও পড়ুন:
দেখে নেব কোন কাজ গুলি রবিবার করতে নেই:
১) রবিবার দিন কাউকে চিনি আর রুপো দান করবেন না। এই দিন এই দুটো বস্তু কাউকে দান করলে বাড়িতে দরিদ্রতা প্রবেশ করে।
২) রবিবার দিন কোনও ভাবেই বাড়ি বা জমি কিনতে নেই। সকলেই নিজের সম্পত্তি বৃদ্ধি করতে চায়, তবে রবিবার দিন ছেড়ে দিয়ে যে কোনও দিন বাড়ি বা জমি কেনার জন্য উপযুক্ত।
আরও পড়ুন:
৩) রাতের খাবারের এঁটো বাসন কখনও ফেলে রাখতে নেই। বিশেষ করে রবিবারে রাতে খাবার খাওয়ার পর অবশ্যই রান্নাঘর পরিষ্কার-পরিছন্ন করে রাখা উচিত।
৪) রবিবার দিন নখ, চুল, দাড়ি কাটতে নেই। এর ফলে নিজের নামযশ নষ্ট হয়।
৫) রবিবার দিন কাউকে টাকা-পয়সা ধার দিতে নেই এবং কারও থেকে ধার নিতেও নেই।