Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

শিব চতুর্দশীর দিন রাশি অনুযায়ী এই নিয়ম পালন করুন এবং ভাগ্যের বাধা দূর করুন

বৃষ রাশির জাতক-জাতিকারা শিবরাত্রির আগের ও পরের দিন অবশ্যই পালন করুন। জুঁই ফুল অর্পণ করুন এবং আরতি করুন।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২০ ০০:০৪
Share: Save:

মেষ: মেষ রাশির জাতক-জাতিকারা দই ও কাঁচা দুধ দিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে নিয়ে ধুতরো ফুল অর্পণ করুন এবং কর্পুর দিয়ে আরতি করুন।

বৃষ: বৃষ রাশির জাতক-জাতিকারা শিবরাত্রির আগের ও পরের দিন অবশ্যই পালন করুন। জুঁই ফুল অর্পণ করুন এবং আরতি করুন।

মিথুন: মিথুন রাশির মানুষ যতটা সম্ভব স্ফটিকের শিবলিঙ্গ পুজো করুন। তাতে সিঁদুর, চন্দন, আতর এবং নীলকণ্ঠ ফুল অর্পণ করে মিষ্টি ভোগ দিয়ে পুজো করুন।

কর্কট: কর্কট রাশির জাতক-জাতিকারা চন্দন দিয়ে অভিষেক করুন এবং বাতাসা ও নকুলদানা ভোগে অবশ্যই দিন।

সিংহ: গরুর শুদ্ধ দুধের ঘি দিয়ে অভিষেক করতে হবে। ফল ও মিষ্টি ভোগ দিন।

কন্যা: কন্যা রাশির জাতক-জাতিকারা আকন্দ ফুল ও পাতা, বেলপাতা, ধুতরো ফুল শিবকে নিবেদন করে, তিনটে গোটা ফল দিতে হবে।

আরও পড়ুন: ১৪২৬ সনের মহাশিবরাত্রির নির্ঘণ্ট ও সময়সূচি

তুলা: তুলা রাশির মানুষরা ডাবের জল ও দুধ দিয়ে শিবকে স্নান করিয়ে বেলপাতা, চন্দন ও আতপ চাল অর্পণ করে আরতি সহকারে পুজো করুন।

বৃশ্চিক: গরুর শুদ্ধ দুধ, ঘি ও মধু দিয়ে স্নান করিয়ে, আরতি করে পুজো শেষ করুন।

ধনু: ধনু রাশির জাতক-জাতিকারা মধু ও গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গ স্নান করিয়ে বেলপাতা ও গোলাপ ফুল নিবেদন করে বাদাম ভোগ দিন।

মকর: মকর রাশির মানুষরা তিন প্রহর শিব লিঙ্গে জল ঢালুন এবং যে কোনও শষ্য বা গম নিবেদন করুন।

কুম্ভ: গঙ্গাজল, দুধ, ঘি ও মধু দিয়ে স্নান করিয়ে ধুতরো ফুল দিয়ে পুজো করে সাদা তিল অর্পণ করুন।

মীন: মীন রাশির জাতক-জাতিকারা সারাদিন উপবাস থেকে সন্ধ্যা বেলায় পুজো করুন। বেলপাতা ও নারকেলের জল নিবেদন করুন।

অন্য বিষয়গুলি:

Maha Shivratri Birth Chart
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy