Advertisement
২৭ সেপ্টেম্বর ২০২৪
Durga Maa Agomon Gomon 2024

এই বছর দেবী দুর্গা কিসে চড়ে মর্ত্যে আসছেন? ফিরছেন কিসে?

দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন দিন পড়ছে তার উপর। একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বলে ধরা হয়।

What does devi durga’s arrival and departure signify this year

—প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৪ ১০:১১
Share: Save:

দেবী দুর্গার আগমন এবং গমন প্রকৃতির উপর নির্ভর করে। অন্য ভাবে বলা যায়, আগমন এবং গমনের উপর প্রকৃতির পরিবর্তন নির্ভরশীল। দেবী দুর্গা সাধারণত গজ, ঘোটক, নৌকা এবং দোলা, এই চার প্রকার বাহনে আগমন এবং গমন করেন।

দোলা– দোলা অর্থাৎ পালকিতে আগমন বা গমনের ফল- ‘দোলায়াং মকরং ভবেৎ’— অর্থাৎ মহামারি বা মরকতুল্য বিষয়ে ভোগার আশঙ্কা থাকে।

ঘোটক- ঘোটক অর্থাৎ ঘোড়ায় আগমন বা গমনের ফল- ‘ছত্রভংস্তুরঙ্গমে অর্থাৎ ছত্রভঙ্গ’— ধ্বংস বা ছন্নছাড়া বা ধ্বংসাত্মক কোনও ঘটনা ঘটার আশঙ্কা সৃষ্টি হওয়া বোঝায়।

নৌকা– নৌকার অর্থ হল বন্যা। তবে, নৌকায় আগমন বা গমনের ফল হিসাবে শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝানো হয়। কারণ, বন্যা বা ধরা জলমগ্ন হলে জলের অভাব না থাকার ফলে প্লাবনের পরবর্তী কালে পলিপূর্ণ ভূমিতে ফলনের বৃদ্ধি হয়।

গজ- গজ অর্থাৎ হস্তী বা হাতি। হাতিতে আগমনের ফল- ‘গজে চ জলদা দেবী শস্যপূর্ণা বসুন্ধরা’। এর দ্বারা সমৃদ্ধি নির্দেশ করা হয়।

দেবী দুর্গার আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন দিন পড়ছে তার উপর।

* সপ্তমী এবং দশমী তিথি রবিবার বা সোমবার হলে গজে আগমন বা গমন নির্দেশ করে।

* সপ্তমী এবং দশমী তিথি মঙ্গলবার বা শনিবার হলে ঘোটকে বা ঘোড়ায় আগমন বা গমন নির্দেশ করে।

* সপ্তমী এবং দশমী তিথি বুধবার হলে নৌকায় আগমন বা গমন নির্দেশ করে।

* সপ্তমী এবং দশমী তিথি বৃহস্পতিবার বা শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে।

* একই বাহনে আগমন এবং গমন অশুভ ইঙ্গিত বলে ধরা হয়।

২০২৪ সালে দেবী দুর্গার দোলায় আগমন এবং গজে গমন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Durga Puja 2024 Astrology Durga Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE