Advertisement
২৩ জানুয়ারি ২০২৫
Kali Puja 2024

বৃহস্পতিতে কালীপুজো, অমাবস্যা কখন লাগছে? জেনে নিন পুজোর নির্ঘণ্ট

দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীরের কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, যা হল কালীর আদি রূপ।

Date and timing of Kali Puja 2024

—প্রতীকী ছবি।

সুপ্রিয় মিত্র
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৪ ০৬:৫১
Share: Save:

কালী দশ মহাবিদ্যার প্রথম দেবী। অশুভ শক্তি নিধনের উদ্দেশ্যে দেবরাজ ইন্দ্রের অনুরোধে কালীর সৃষ্টি হয়। অসুর শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে পৃথিবীবাসী অতিষ্ঠ হয়ে ওঠে। এই দুই দানব এতটা ভয়ঙ্কর হয়ে ওঠে যে দেবতারাও এদের ভয়ে ত্রস্ত হয়ে স্বর্গ ত্যাগ করতে উদ্ধত হন। দানব শুম্ভ-নিশুম্ভের অত্যাচার থেকে নিষ্কৃতি পেতে দেবতাগণ দেবরাজ ইন্দ্রের শরণাপন্ন হন। দেবরাজ ইন্দ্রের অনুরোধে দেবী পার্বতী শুম্ভ-নিশুম্ভ নিধনের জন্য নিজের শরীরের কোষ থেকে এক ভয়ঙ্করী দেবী সৃষ্টি করেন, যা হল কালীর আদি রূপ।

শ্রীশ্রী কালীপুজো, তারার আবির্ভাব।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে—

অমাবস্যা শুরু—

বাংলা: ১৪ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি: ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়: দুপুর ৩টে ৫৪ মিনিট।

রাত ১০টা ৫৬ মিনিট গতে ১১টা ৪৪ মিনিটের মধ্যে শ্রীশ্রী শ্যামাপুজো, শ্রীশ্রী কালীপুজো, মা তারার আবির্ভাব।

অমাবস্যা শেষ—

বাংলা— ১৫ কার্তিক, শুক্রবার।

ইংরেজি: ১ নভেম্বর, শুক্রবার।

সময়: সন্ধ্যা ৬টা ১৭ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা অনুসারে –

অমাবস্যা শুরু—

বাংলা: ১৪ কার্তিক, বৃহস্পতিবার।

ইংরেজি: ৩১ অক্টোবর, বৃহস্পতিবার।

সময়: দুপুর ৩টে ৭ মিনিট ৪৩ সেকেন্ড।

শ্রীশ্রী শ্যামাপুজো, শ্রীশ্রী কালীপুজো, মা তারার আবির্ভাব।

অমাবস্যা শেষ—

বাংলা: ১৫ কার্তিক, শুক্রবার।

ইংরেজি: ১ নভেম্বর, শুক্রবার।

সময়: সন্ধ্যা ৫টা ৮ মিনিট ৭ সেকেন্ড।

অন্য বিষয়গুলি:

Kali Puja Kali Puja 2024 Diwali Diwali 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy