Advertisement
১০ অক্টোবর ২০২৪

জমি নির্বাচন করুন জমির ঢাল দেখে

যে কোনও ধরনের নির্মাণ কাজ শুরু করার প্রথম ধাপ হল জমি নির্বাচন বা বাছাই। এই জমি বা ভূখন্ড বাছাইয়ের কাজটি খুব গুরুত্ব সহকারে করতে হবে।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০০:৪৯
Share: Save:

যে কোনও ধরনের নির্মাণ কাজ শুরু করার প্রথম ধাপ হল জমি নির্বাচন বা বাছাই। এই জমি বা ভূখন্ড বাছাইয়ের কাজটি খুব গুরুত্ব সহকারে করতে হবে। কারণ ‘মূল’ যদি ঠিক না থাকে তবে ‘কাণ্ড’ বা ‘শাখা-প্রশাখা’ দোষযুক্ত হয়ে পড়ে।

দেখে নেওয়া যাক বিভিন্ন দিকে ভূমি ঢালু হওয়ার শুভাশুভ দিকঃ-

১। পূর্ব দিকে ঢালু থাকলে সেটি হবে ধনদায়ী ও উন্নতিকারী।

২। আগ্নেয় দিকে ঢালু থাকলে কষ্ট, মৃত্যু ও পীড়াদায়ী।

৩। দক্ষিণ দিকে ঢালু থাকলে যশোহানি ও পুত্রহানি।

৪। নৈঋত দিকে ঢালু থাকলে যশোহানি ও পুত্রহানি।

৫। পশ্চিম দিকে ঢালু থাকলে ধনহানি ও পীড়াদায়ী।

৬। বায়ব্য দিকে ঢালু থাকলে উদ্বেগ ও প্রবাসকারী।

৭। উত্তর দিকে ঢালু থাকলে ধনদায়ী।

৮। ঈশান দিকে ঢালু থাকলে বিদ্যা, ধনধান্য ও সুখদায়ী।

৯। মধ্য স্থানে ঢাল যুক্ত জমি হয় অনিষ্টকারী।

অন্য বিষয়গুলি:

land shield land astrology
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE