Advertisement
২০ নভেম্বর ২০২৪

বৃষ রাশির জাতকের কোন বয়সে কী ধরনের রোগ হতে পারে

প্রাচীন জ্যোতিষ শাস্ত্র অনুসারে একটি নির্দিষ্ট ঘটনা কখন ঘটবে সেটা বের করার জন্য এই ঘটনার সঙ্গে সম্বন্ধে যুক্ত রাশি বা গ্রহ কোন নক্ষত্রে অবস্থান  করছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ২০ মার্চ ২০১৯ ০০:০০
Share: Save:

প্রাচীন জ্যোতিষ শাস্ত্র অনুসারে একটি নির্দিষ্ট ঘটনা কখন ঘটবে সেটা বের করার জন্য এই ঘটনার সঙ্গে সম্বন্ধে যুক্ত রাশি বা গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা জানা খুবই গুরুত্বপূর্ণ।

এখন দেখে নেওয়া যাক আপনার জন্ম রাশি যদি বৃষ হয়ে থাকে তবে আপনার জন্মনক্ষত্র (কৃত্তিকা, রোহিনী অথবা মৃগশিরা) অনুসারে স্বভাব ও কর্মফল ভোগ কাল:

কৃত্তিকা নক্ষত্র:

স্বভাব: কৃত্তিকা নক্ষত্র ত্রিপাদ। শুক্রক্ষেত্রী। রাক্ষস গণ, স্থূল ললাট, চঞ্চল নেত্র, দীর্ঘ নাসিকা, সুখী, শুচিবন্ত, কুলনায়ক, স্থির স্বভাব, সচ্ছবুদ্ধি, সর্বজন-প্রিয়, বুদ্ধিমান, কথনীয়, লোভী, মাতা ও পিতা ভক্ত, দেহ বহু তিলযুক্ত, গৌর বর্ণ, কেশ লম্বা, রাজসেবা প্রিয়, কৃষি ও বাণিজ্য প্রিয়, সর্বদা সুখী। মিথ্যাবাদী, দেহ কৃশ, কৌতুক প্রিয়, চক্ষু রক্তবর্ণ, শত্রুজয়ী, শৃঙ্গারভোগী, কুলদীপক, তিন স্ত্রী, কন্দর্প-সামর্থ্য, অমৃত আহারী, জীর্ণ বসন পরিধাপক, ভাল দ্রব্যে শ্রদ্ধাযুক্ত, সকলের প্রতি দৃষ্টিপ্রিয়, তৃতীয় পুত্র কষ্ট।

ফলভোগ কাল: ১/১১/১৫ উদরপীড়া, ৩/৭/১৩ চন্দ্ররিষ্ট ব্যাধি, ৪/৭/৯ গ্রহপীড়া কষ্ট, ৭/১১/২২ জ্বররোগ, ৭/১১/১৫ জলমগ্ন, ৯/১০/১৩ বসন্তাদি চর্মরোগ, ৪/১৯/২৬ বাতরোগ, ২/৫/৩৯ চক্ষুরোগ, ৯/১১/৪০ বেদনা পীড়া, ৩/৭/৪৮ অস্ত্রাঘাত, ৬/২০/৯০ কার্তিক মাস শুক্লাদ্বাদশী বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রে দিবা ১ ঘটিকার সময় অসুস্থতাজনিত কারণে প্রাণ সংশয়ের আশঙ্কা।

আরও পড়ুন: মেষ রাশির জাতকের কোন বয়সে কী ধরনের রোগ হতে পারে

রোহিণী নক্ষত্র:

স্বভাব: রোহিণী নক্ষত্র চতুস্পাদ, নরগণ, মণ্ডল কপাল, সদাহর্ষযুক্ত, গৌর বর্ণ, শান্ত বচন, আড়ম্বর প্রিয়, বিশাল নেত্র, বহু মিত্র, চতুর, কুলদীপক, রাজবল্লভ, শত্রুজয়ী, কেশ সুন্দর, কার্যক্ষম, শৃঙ্গারভোগী, কৃষিকার্যে নিপুণ, নির্ভয়, বাণিজ্যে লক্ষ্মী, মানী, ক্রোধী, হস্তে মৎস্য চিহ্ন, দক্ষিণ অঙ্গে তিল চিহ্ন, সদা সুখী, বহু কুটুম্ব, পণ্ডিত, স্ত্রী বশতা, অল্পহারী, জীর্ণ বসন পরিধাপক, উত্তম দ্রব্যে শ্রদ্ধা, দুই পুত্র, পুত্র কষ্ট, গম্ভীর বুদ্ধি, পরকার্যে বিনয়।

ফলভোগ কাল: ১/১১/১৫ বাতরোগ, ৪/৭/৯ গ্রহপীড়া কষ্ট, ৭/১১/১২ মঙ্গল রিষ্ট কষ্ট। ৫/৭/১১ রাহু রিষ্ট কষ্ট, ১০/১২/২০ জলমগ্ন, ১/৫/১৮ উদরপীড়া, ২/৯/৩৯ দেহপীড়া, ৯/৮/৪২ চক্ষুপীড়া, ২/৭/৪৮ গ্রহপীড়া কষ্ট, ১১/১৩/৫২ গ্রহপীড়া কষ্ট। ১/২/৯০ কার্তিক মাস বৃহস্পতিবার রোহিণী নক্ষত্রে বেলা ২২ দণ্ড সময়ে অসুস্থতাজনিত কারণে প্রাণ সংশয়ের আশঙ্কা।

মৃগশিরা নক্ষত্র:

স্বভাব: মৃগশিরা নক্ষত্র দুইপাদ, শুক্রক্ষেতী, দেবগণ, মণ্ডল কপাল, কথনীয়, কর্ষণশীল, ধীরাদম্ভ, বিচক্ষণ, দেব দ্বিজে ভক্ত, সর্বজনপ্রিয়, ক্ষমতাশালী। দুই স্ত্রী, সমদৃষ্টি, নাসিকা উচ্চ। দন্ত সামান্য, বলশালী, দিব্য বসন প্রিয়, আমবাত দেহী, স্বল্পাহারী, সমস্ত বিদ্যা প্রিয়, দেহ শ্যামবর্ণ, কেশ সুন্দর, বহু কুটুম্ব, রাজ পূজ্য, স্বকুটুম্ব শত্রুতা, অল্পজ্ঞানী, শৃঙ্গারপ্রিয়, বৈরাগ্যবন্ত।

ফল ভোগ কাল: ৩/১৩/২২ উদরপীড়া, ৫/৭/৯ চন্দ্ররিষ্ট কষ্ট, ৩/৪/১২ দেহপীড়া, ১১/১৫/১৭ বসন্তাদি চর্মরোগ, ৭/৮/২৫ জ্বররোগ, ৪/১২/২৮ উদরপীড়া, ৫/৭/৪০ জ্বররোগ, ২/১০/৭৭ বাতব্যধি, ৪/৫/৮৩ ফাল্গুন মাস পূর্ণিমা শুক্রবার পূর্ব ফাল্গুনী নক্ষত্রে বেলা ৮ ঘটিকার সময়ে জীবন সংশয়।

অন্য বিষয়গুলি:

Taurus Birth Star Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy