—প্রতীকী ছবি।
যে চান্দ্রমাসে সাধারণত শ্রবণা বা তার পূর্বের নক্ষত্রে পূর্ণিমার অন্ত হয় তাকে ‘চান্দ্র শ্রাবণ’ মাস বলে। সূর্যের কর্কট রাশিতে থাকার সময়েই তার সম্ভাবনা। এই কারণে সূর্যের কর্কটরাশিতে থাকার সময়কাল ‘সৌর শ্রাবণ’ নামে পরিচিত।
শ্রাবণ মাসে বিয়ের দিন-
৬ শ্রাবণ, ২২ জুলাই, সোমবার।
বিয়ে- রাত ১১টা ৪৩ মিনিট গতে মেষ, বৃষ, মিথুন, কর্কট লগ্নে সুতহিবুক যোগে যজুর্বিবাহ।
৭ শ্রাবণ, ২৩ জুলাই, মঙ্গলবার।
বিয়ে - রাত ৭টা ৩ মিনিটের মধ্যে মকর কুম্ভ লগ্নে সুতহিবুক যোগে যজুর্বিবাহ।
১১ শ্রাবণ, ২৭ জুলাই, শনিবার।
বিয়ে- রাত ৭টা ৩৯ মিনিট থেকে ৮টা ৫৬ মিনিটের মধ্যে কুম্ভ লগ্নে এবং ১টা ৩২ মিনিট থেকে ৩ টে ৪৭ মিনিটের মধ্যে বৃষ ও মিথুন লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।
১৫ শ্রাবণ, ৩১ জুলাই, বুধবার।
বিয়ে- রাত ৮টা ৪০ মিনিটের মধ্যে মকর, কুম্ভ, মীন লগ্নে এবং ১০টা ১১ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে মেষ ও বৃষ লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।
২৬ শ্রাবণ, ১১ অগস্ট, রবিবার।
বিয়ে- রাত ৭টা ৫৭ মিনিটের মধ্যে ও রাত ৯টা ২৮ মিনিট থেকে ১টা ২ মিনিটের মধ্যে ধনু, মকর, কুম্ভ, মীন লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।
৩০ শ্রাবণ, ১৫ অগস্ট, বৃহস্পতিবার।
বিয়ে- রাত ৬টা ৫০ মিনিট থেকে ৭টা ৪১ মিনিটের মধ্যে এবং ৯টা ১২ মিনিট থেকে ১০টা ৪ মিনিটের মধ্যে মেষ, বৃষ, কর্কট লগ্নে সুতহিবুক যোগে বিয়ে।
শ্রাবণ মাসে গায়েহলুদের শুভ দিন–
১ শ্রাবণ, ১৭ জুলাই, বুধবার। ৩ শ্রাবণ, ১৯ জুলাই, শুক্রবার। ৫ শ্রাবণ, ২১ জুলাই, রবিবার। ৬ শ্রাবণ, ২২ জুলাই, সোমবার। ৯ শ্রাবণ, ২৫ জুলাই, বৃহস্পতিবার। ১২ শ্রাবণ, ২৮ জুলাই, রবিবার। ১৫ শ্রাবণ, ৩১ জুলাই, বুধবার। ১৬ শ্রাবণ, ১ অগস্ট, বৃহস্পতিবার। ২০ শ্রাবণ, ৫ অগস্ট, সোমবার। ২৪ শ্রাবণ, ৯ অগস্ট, শুক্রবার। ২৬ শ্রাবণ, ১১ অগস্ট, রবিবার। ২৭ শ্রাবণ, ১২ অগস্ট, সোমবার। ২৯ শ্রাবণ, ১৪ অগস্ট, বুধবার।
শ্রাবণ মাসে সাধ খাওয়ার শুভ দিন–
২ শ্রাবণ, ১৮ জুলাই, বৃহস্পতিবার। ২৬ শ্রাবণ, ১১ অগস্ট, রবিবার। ২৭ শ্রাবণ, ১২ অগস্ট, সোমবার। ২৯ শ্রাবণ, ১৪ অগস্ট, বুধবার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy