মার্চ মাসটি সকল রাশিরই ভাল-খারাপ মিশিয়ে কাটবে। কিন্তু কোনও কোনও রাশির জাতক-জাতিকাদের কিছু ব্যপারে একটু সতর্কতা অবলম্বন করে চলা জরুরি। কয়েকটি রাশির জাতক শত্রুর দ্বারা এই মাসে প্যাঁচে পড়তে পারেন। কেউ আবার ঋণের সমস্যায় ভুগতে পারেন। কয়েকটি রাশির জাতক আবার কোনও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ভাল ফল পাবেন। এই প্রতিবেদন দেখে মিলিয়ে নিন আপনার রাশির ভাগ্য কেমন রয়েছে।
মেষ রাশির গ্রহের অবস্থান অনুযায়ী শত্রু সংক্রান্ত সমস্যায় নাজেহাল হওয়ার সম্ভাবনা কম থাকলেও ঋণদান এবং ঋণগ্রহণের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রে মিশ্রফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
মার্চ মাসে বৃষ রাশির লোকেদের গোপন শত্রু থেকে সাবধান থাকতে হবে, বিশেষ করে বিপরীত লিঙ্গের শত্রুর থেকে। ঋণ সংক্রান্ত বিষয়েও সচেতনতা অবলম্বন জরুরি। প্রতিযোগিতার ক্ষেত্রে মিশ্রফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
মিথুন রাশিকে ঋণ এবং শত্রু সংক্রান্ত সমসা বিব্রত করতে পারে। প্রতিযোগিতায় শুভ ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।
মার্চ মাসে কর্কট রাশির ঋণ সংক্রান্ত বিষয়ে সচেতনতা অবলম্বন জরুরি। শত্রুর দ্বারা সমস্যায় ভোগার আশঙ্কা কম। প্রতিযোগিতা এবং প্রতিদ্বন্দ্বিতায় শুভ ফল প্রাপ্ত হবে।
সিংহ রাশির ঋণ এবং শত্রু সমস্যায় ভোগার আশঙ্কা কম। প্রতিযোগিতার ক্ষেত্রেও শুভ ফল প্রাপ্ত হবে।
মার্চ মাসে কন্যা রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যা দেখা যাবে। প্রতিযোগিতায় সফলতা পাবেন।
তুলা রাশির জীবনে ঋণ সমস্যা থাকলেও শত্রু সমস্যা দেখা দেবে না। প্রতিযোগিতায় সফলতা আসবে।
এই মাসে বৃশ্চিক রাশির লোকেদের ঋণ এবং শত্রু সমস্যা দেখা দেবে না। প্রতিযোগিতায়ও শুভ ফল প্রাপ্ত হবে।
আরও পড়ুন:
ঋণ দান বা গ্রহণ উভয় ক্ষেত্রেই সচেতনতা অবলম্বন জরুরি ধনু রাশির। প্রতিযোগিতায় পূর্ণ সফলতা প্রাপ্তির সম্ভাবনা কম।
মার্চ মাসে মকর রাশির ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা প্রায় নেই বললেই চলে। প্রতিযোগিতায়ও শুভ ফল প্রাপ্ত হবে।
কুম্ভ রাশির জীবনে ঋণ এবং শত্রু সমস্যা দেখা যাবে না। প্রতিযোগিতায় শুভ ফল প্রাপ্ত হবে।
মার্চ মাসে মীন রাশির লোকেদের ঋণ এবং শত্রু সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা নেই। প্রতিযোগিতায় সফলতা আসবে।