কথায় বলে চোখই মনের আয়না। চোখের দ্বারা আমরা অনেক সময় মনের কথা প্রকাশ করি। মুখে না বললেও চোখের অনেক কিছু বুঝিয়ে দেয়। যেমন রং পছন্দের মাধ্যমে মানুষের স্বভাবের বেশ কিছুটা বলে দেওয়া সম্ভব হয়, ঠিক তেমনই চোখের মণির রঙের নানা প্রকারভেদ দেখা যায়। সেই রঙের প্রকারভেদের ওপর নির্ভর করে এক জনের স্বভাবগত বৈশিষ্ট বলে দেওয়া যায়।
দেখে নেওয়া যাক চোখের মণির রং অনুযায়ী স্বভাব:
বাদামী
যাঁদের চোখের মণি বাদামী রঙের হয়, তাঁরা সাধারণত অত্যন্ত সংবেদনশীল হন। এঁদের বন্ধুর সংখ্যা খুব বেশি হয়। বন্ধুত্ব করার প্রবণতাও এঁদের বেশি। এঁদের মধ্যে এমন একটা আকর্ষণীয় ভাব থাকে। তাই সকলে এঁদের কাছাকাছি থাকতে খুব পছন্দ করেন। স্বভাবে একটু জেদি হলেও সবাইকে নিয়ে এগিয়ে চলার ক্ষমতা এঁদের প্রবল।
নীল
যাঁদের চোখের মণি নীল রঙের হয়, তাঁরা অত্যন্ত সুন্দর হন। স্বভাবে এঁরা খুবই লাজুক হন, ছোটবেলা থেকেই এই লাজুক ভাব লক্ষ্য করা যায়। তবে যদি কোনও কারণে দুঃখ পান, খুব অল্পেতেই এঁরা কেঁদে ফেলেন। আবেগ প্রবণ হওয়ায় সামান্য কারণে দুঃখ পান।
আরও পড়ুন: এই সব রাশির মানুষ কাউকে সে ভাবে পাত্তা দেন না
সবুজ
চোখের মণির রং সবুজ খুবই দুর্লভ। যাঁদের চোখের মণি সবুজ তাঁরা অত্যন্ত সৃজনশীল প্রকৃতির হয়। এঁরা খুবই বাস্তববাদী হয়ে থাকেন। জীবনে যে কোনও সমস্যার খুব সহজেই সমাধান করতে পারেন।
ধূসর
যাঁদের চোখের মণি ধূসর হয়, তাঁরা নিজের সীমার মধ্যে থাকতে খুবই পছন্দ করেন। সীমার বাইরে কোনও কাজই এঁরা সাধারণত করেন না। মিলেমিশে কাজ করতে এঁরা সক্ষম। তবে অন্যদের পক্ষে এঁদের মন বোঝা খুব কঠিন।
কালো
এঁরা খুবই বিশ্বাসযোগ্য এবং দায়িত্বশীল হন। এঁরা অসম্ভব কর্মঠ হন। সহজে প্রেমে পড়েন না, তবে যদি প্রেমে পড়েন তা হলে তাঁর প্রতি খুবই নিষ্ঠাবান হন। ধার্মিক ভাব সর্বদা এঁদের মধ্যে বিরাজমান থাকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy