Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণের নির্ঘণ্ট ও সময়সূচি

চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর।

পার্থপ্রতিম আচার্য
শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৯ ০০:০০
Share: Save:

চাঁদ এবং পৃথিবী নিজ নিজ কক্ষপথে চলার সময় সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় আসে এবং সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবীর অবস্থান হয় তখন পৃথিবীর ছায়া গিয়ে পড়ে চাঁদের ওপর। নক্ষত্র, গ্রহ ও উপগ্রহের এই অবস্থানকে চন্দ্রগ্রহণ বলে। আগামী ১৬/১৭ জুলাই হতে চলেছে চন্দ্রগ্রহণ।

দেখে নেওয়া যাক বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে ১৪২৬ সনের আংশিক (খণ্ড) গ্রাস চন্দ্রগ্রহণের বিবরণ:

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

বাংলা তারিখ: ৩১ আষাঢ় ১৪২৬, মঙ্গলবার।

ইং তারিখ: ১৬/০৭/২০১৯।

সময়: পৃথিবীতে স্পর্শাদিকাল (ভারতীয় প্রমাণ সময় ঘণ্টা ও মিনিটে)

গ্রহণ স্পর্শ- রাত্রি ঘ ১/৩১ মিনিট

গ্রহণ মধ্য- রাত্রি ঘ ৩/০১ মিনিট

পূর্ণিমাস্ত- রাত্রি ঘ ৩/০৮ মিনিট

গ্রহণ মোক্ষ- রাত্র্রি ঘ ৪/৩০ মিনিট

গ্রাসমান- ০.৬৫৮ (চন্দ্রবিম্ব=১)

আরও পড়ুন: বাস্তু নিয়ম অনুযায়ী আপনার সন্তানের ঘর সাজান ও তাঁর ভবিষ্যৎ উজ্জ্বল করুন

গ্রহণ স্থিতি- ২ ঘঃ ৫৯ মিনিট

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

বাংলা তারিখ: ৩০ আষাঢ় ১৪২৬, মঙ্গল/বুধবার।

ইং তারিখ: ১৬, ১৭/০৭/২০১৯।

সময়: পৃথিবীতে গ্রহণ আরম্ভ প্রভৃতি (ভারতীয় প্রমাণ সময়ানুযায়ী):

গ্রহণ স্পর্শ (আরম্ভ): ১৭ জুলাই ২০১৯, বুধবার- রাত্রি ঘ ১/৩১ মিনিট

গ্রহণ মধ্য- রাত্রি ঘ ৩/০১ মিনিট

গ্রহণ মোক্ষ (সমাপ্তি) রাত্রিশেষ ঘ ৪/৩০ মিনিট

গ্রহণ স্থিতি- ২ ঘণ্টা ৫৯ মিনিট।

গ্রাস মান- ০.৬৫৮।

উপচ্ছায়া গ্রহণ: গ্রহণ আরম্ভ হওয়ার কিছু আগে ও গ্রহণ মোক্ষ হওয়ার কিছু পরে চন্দ্র পৃথিবীর উপচ্ছায়ায় প্রবিষ্ট হয়। একে উপচ্ছায়া গ্রহণ বলে। একে গ্রহণ বলে অবশ্য মানা হয় না। এতে কোনও ধর্মীয় অনুষ্ঠানের আবশ্যকতাও নেই।

বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে:

চন্দ্রের উপচ্ছায়া প্রবেশ- রাত্রি ঘ ১২/১২ মিনিট

চন্দ্রের উপচ্ছায়া ত্যাগ- পরদিন প্রাতঃ ঘ ৫/৪৯ মিনিট।

গুপ্তপ্রেস পঞ্জিকা মতে:

উপচ্ছায়া স্পর্শ (প্রবেশ)- রাত্রি ঘ ১২/১২ মিঃ।

উপচ্ছায়া মোক্ষ (ত্যাগ) – রাত্রিশেষ ঘ ৫/৪৯ মিঃ।

(কলকাতা-সহ ভারতবর্ষের সমস্ত অঞ্চল হইতে এই গ্রহণ দৃশ্য হইবে।)

গ্রহণ দর্শনের অন্যান্য স্থান: এই গ্রহণ অস্ট্রেলিয়া, এশিয়া (উত্তর-পূর্বাংশ ব্যতীত), আফ্রিকা, ইউরোপ (স্ক্যান্ডিনেভিয়ার বেশির ভাগ অঞ্চল ছাড়া),দক্ষিণ আমেরিকার বেশির ভাগ অঞ্চলে দেখা যাবে।

আরম্ভ- নিউজিল্যান্ডের কয়েকটি অঞ্চলে, অস্ট্রেলিয়ার পূর্বাংশে, দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া, চিনের উত্তর-পূর্বাংশে, রাশিয়ার কয়েকটি অঞ্চলে দেখা যাবে।

সমাপ্তি- আর্জেন্তিনা, চিলি, বলিভিয়া, ব্রাজিলের পশ্চিমাংশে, পেরু, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে দেখা যাবে।

(গ্রহণ দর্শনকালে পাকপাত্র পরিত্যাগ করা বিধেয়)

অন্য বিষয়গুলি:

lunar eclipse Moon Rashi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy