কালসর্প যোগের কথা শুনলেই মানুষের মনে একটা ভয় সৃষ্টি হয়। কিন্তু এটা একদমই ঠিক নয়। রাহু ও কেতুর একপাশে সমস্ত গ্রহ থাকলে কালসর্প যোগ সৃষ্টি হয়। সাধারণ ভাবে কালসর্প যোগ অশুভ হলেও, সব ক্ষেত্রে এই যোগ অশুভ হয় না।
এবার দেখে নেওয়া যাক গ্রহের স্থান কি রকম থাকলে কালসর্প যোগের প্রভাব অনেকটা কমে যায় -
লগ্ন, চন্দ্র, নবম-পতি বলবান হলে অশুভ ভাব অনেক কমে যায়। রাহু এবং কেতুর একপাশে অন্য সাতটি গ্রহ থাকলে ঘুরিয়ে ফিরিয়ে বহু প্রকার অবস্থান হতে পারে, একটি লগ্নের ক্ষেত্রে রাহু ও কেতুর এই প্রকার অবস্থান ছয় রকম হতে পারে।
আবার লগ্ন যদি অন্য আলাদা ঘরে থাকে তখন বারো রকমের কালসর্প যোগ হতে পারে। স্বভাবতই এই সব যোগগুলো সমান অশুভ হয় না।
যে কোনও ছকে যা বিচার করতে হয় তা হল কালসর্প যোগের মধ্যে কয়টি অশুভ গ্রহ আছে আর কয়টি শুভ ভাব আছে। অশুভ ভাব গুলিতে অশুভ গ্রহ থাকলে অশুভ ফলের প্রাপ্তি ঘটবে এবং শুভ ভাব গুলিতে শুভ ফল লাভ হবে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই আমরা মিশ্র ফল দেখে থাকি। গ্রহগত যখন শুভ ও অশুভ ভাবে ছড়িয়ে থাকে সেই রূপ ক্ষেত্রে জীবনে এক সময় শুভ ফল আসবে আবার অন্য সময়ে অশুভ ফল হবে।
যদি কোনও জাতচক্রের কালসর্প যোগের ক্ষেত্রে পাপ গ্রহরা অশুভ ভাবে থাকে, তাদের অশুভ ফলটা খুব বেশি হয়, কিন্তু শুভ গ্রহ যোগে শুভ ফলের অধিক্য ঘটে। এই ধরণের মিশ্র ফল সাধারণত সকল কালসর্প যোগেই হয়ে থাকে।
আমাদের দেশে অনেক নামী মানুষ আছে যাদের কালসর্প যোগে জন্ম। কালসর্প যোগে জন্ম হয়েও তাদের অভাবনীয় প্রতিভা। তাই কালসর্প যোগ থাকলেও কোনও কোনও সময় উন্নতি করতে সক্ষম হওয়া যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy