অনেকসময়ই স্বপ্নে সাপ দেখতে পাই আমরা। তাও আবার যে কোনও সাপ নয়। কাল সর্প। স্বপ্নে দেখা সেই সাপ যদি আমাদের কামড়ায় অথবা ফণা তুলতে উদ্যত হয়তখনই ভয়ে সন্ত্রস্ত হয়ে পড়ি আমরা। এরকম ব্যক্তিরা সর্পশাপ দ্বান পীড়িত আছে বলে মনে করা হয়। কিন্তু কোষ্ঠীতে কোথাও কালসর্প না থাকলেও যদি কোনও ব্যক্তি নিয়মিত ভাবে এই একই স্বপ্ন দেখেন তা হলে এর কী ব্যখ্যা হতে পারে জানেন?
১। স্বপ্নে যদি সাপ দেখা যায়---- ধন প্রাপ্তির সূচনা করে।
২। স্বপ্নে যদি সাপ দংশন করে--- মৃত্যুযোগ নিশ্চিত থাকে।
৩। স্বপ্নে যদি দেখা যায় সাপ উড়ে যাচ্ছে---- জীবনে কালসর্প যোগ হওয়ার পূর্ব সংকেত সূচিত করে।
৪। স্বপ্নে যদি জলে সাপ দেখা যায়--- পূর্ণ কালসর্প যোগের পূর্ব সংকেত সূচিত করে।
৫। স্বপ্নে যদি গরুর উপর সাপ ফোঁস করছে এমন দেখা যায় – ধন প্রাপ্তির পূর্ব সংকেত পাওয়া যায়।
৬। স্বপ্নতে যদি সাপ আর বেজির লড়াই দেখা যায় – তা হলে বুঝতে হবে যে, পরিবারে গৃহের দেবতা রুষ্ট আাছেন।
৭। স্বপ্নে যদি কোনও জন্ম কোষ্ঠী দেখা যায়- তা হলে কোষ্ঠীতে কালসর্প যোগ আসার পূর্ব সংকেত পাওয়া যায়।
৮। স্বপ্নে যদি কাক সাপ হয়ে যাচ্ছে এমন দেখা যায় – তা হলে কালসর্প যোগ বেড়ে যেতে দেখা যায়। কাককে রাহুর প্রতীক বলে মনে করা হয়।
৯। স্বপ্নে যদি সাপের সঙ্গে উড়তে দেখা যায়- তবে যাত্রা সফল হওয়ার পূর্ব সংকেত বলা যায়।
এখানে যে সব স্বপ্ন এবং তার ফল বলা হল এগুলো খুবই সংক্ষিপ্ত রূপ। স্বপ্নে সাপ দেখার অর্থ জাতক কোন না কোন ভাবে কালসর্পে গ্রাসিত আছে। কিন্তু স্বপ্নের বিবরণ অনুসারে ফল ভিন্ন ভিন্ন হয়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy