Advertisement
০২ নভেম্বর ২০২৪

ভাদ্রমাসে এই উপায়গুলির মাধ্যমে শনিদেবকে সন্তুষ্ট করুন এবং তার কৃপা পান

আমাদের জন্মের ওপরে আমাদের কোনও হাত নেই। কিন্তু কর্মের কিছুটা হলেও নির্ভর করে আমাদের ওপর। আমরা ভাল না খারাপ কাজ করি, তার ওপর সম্পূর্ণ দৃষ্টি থাকে শনিদেবের।

শ্রীমতী অপালা
শেষ আপডেট: ২২ অগস্ট ২০২০ ০০:০৫
Share: Save:

আমাদের জন্মের ওপরে আমাদের কোনও হাত নেই। কিন্তু কর্মের কিছুটা হলেও নির্ভর করে আমাদের ওপর। আমরা ভাল না খারাপ কাজ করি, তার ওপর সম্পূর্ণ দৃষ্টি থাকে শনিদেবের। যে মানুষই জীবনে সোজা সহজ সরল পথে চলেন বা অত্যন্ত পরিশ্রমী হন, তার ওপরই শনিদেব কৃপা করে থাকেন। কিন্তু যদি জ্ঞানে বা অজ্ঞানে কোনও ভুল করা হয়, তা হলে শনির কুদৃষ্টিতে পড়তেই হয়। এই কারণেই শনিদেবের নামে সকলে ভয় পায়। যদি শনিদেবের ক্ষমা পেতে হয়, তবে ভাদ্র মাসে প্রত্যেকটা শনিবার এই উপায়গুলি করতে হবে। এই উপায়গুলি প্রত্যেক মাসের শনিবারেও করা যেতে পারে।

কোন উপায়ের মাধ্যমে শনিদেবকে সন্তুষ্ট করা যায়—

• ভাদ্রমাসে প্রত্যেকটা শনিবার উপবাস থেকে শনিদেবের পুজো করতে হবে। যদি সম্ভব না হয় প্রথম এবং শেষ শনিবারও করা যেতে পারে।

• শনি মন্দিরে তিলের তেলের প্রদীপ জ্বালান।

আরও পড়ুন: বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির মহিলারা এই কাজ করলে স্বামীর আয় বাড়বে, শরীরও ভাল থাকবে

• যে কোনও গরিব বা ধার্মিক মানুষকে শনিবার কিছু দান করুন।

• শনিবার কালো বস্ত্র বা কম্বল দান করুন।

• কাল তিল কাপড়ে মুড়ে সন্ধ্যাবেলা শনি মন্দিরের সামনে পুড়িয়ে ফেলুন।

• নিজের হাতে তৈরি দই ভাত দুঃস্থদের মধ্যে দান করুন।

• শনিবারে যেটুকু সম্ভব অর্থও দান করতে পারেন।

• শনিবার একটি রুটির মধ্যে অল্প সরষের তেল মাখিয়ে কাককে খাওয়ান।

• শনিবার অবশ্যই নিরামিষ এবং কম তেল মশলা যুক্ত খাবার খান।

• লোহার কোনও জিনিস শনিবার কিনবেন না বা কাউকে দেবেন না।

• শনিবার দিন শনি মন্দিরে নীল অপরাজিতা ফুল দান করুন।

• শনিবার দিন সকালে স্নান সেরে শনিদেবের নাম করে অশ্বত্থ গাছের গোঁড়ায় জল ঢালুন এবং সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালুন।

• শনিবার দিন একটি তামার পাত্রে জল ও কাল তিল মিশিয়ে শিবের মাথায় ঢালুন।

অন্য বিষয়গুলি:

Bhadra Shani
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE