প্রিয় জিনিসগুলি কী ভাবে হয়ে উঠছে মৃত্যুর কারণ? ছবি: সংগৃহীত
মরতে ভয় পান না, এমন মানুষ প্রায় বিরল। অথচ খেয়ালের বশে অনেকেইএমন কিছু কাজ করে ফেলেন, যার ফলে অজান্তেই প্রশস্ত হয় মৃত্যুর পথ।
কোন কাজগুলি হয়ে উঠতে পারে আপনার মৃত্যুর কারণ?
১) কোনও মানুষ যদি একসঙ্গে ৭০ কাপ কফি খান, তা হলে তাঁর মৃত্যু নিশ্চিত। কারণ ৭০ কাপ কফিতে যে পরিমাণ ক্যাফিন থাকে, তা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হৃদযন্ত্র বিকল করে দিতে পারে।
২) কোনও রকম প্রশিক্ষণ ছাড়াই কেউ যদি জলের নীচে টানা ৪ মিনিট মাথা ডুবিয়ে রাখেন, তাঁর মস্তিষ্ক বিকল হতে শুরু করে। টানা ৬ মিনিট যদি কেউ এ রকম ভাবে থাকেন, তা হলে সেই ব্যক্তির মৃত্যু ঘটবে নিশ্চিত।
৩) চকোলেট খেতে ভালবাসেন অনেকেই । তাই বলে অতিরিক্ত কোনও কিছুই ভাল নয়। অল্প সময়ের মধ্যে কেউ যদি একসঙ্গে ৮৫টি চকোলেট বার খেয়ে ফেলেন, তা হলে তাঁর মৃত্যু অবশ্যম্ভাবী। চকোলেটে থাকা থিওব্রোমাইন কেজিতে হাজার মিলিগ্রামের বেশি হলে মানুষের মৃত্যু ঘটায়।
৪) গান শুনতে ভালবাসেন সকলেই। কিন্তু সেই গানই যদি মৃত্যুর কারণ হয়ে ওঠে? ১৮৫ ডেসিবেলের বেশি শব্দ প্রাবল্যের গান মানুষের মৃত্যু ঘটাতে পারে। উচ্চ ডেসিবেলের গান মানুষের হৃদয়ন্ত্রে আঘাত হানে।
৫) একজন মানুষের না খেয়ে মারা যাওয়ার সম্ভাবনার চেয়ে না ঘুমিয়ে মারা যাবার সম্ভাবনা প্রবল। পর পর দু’সপ্তাহ যদি কেউ না ঘুমিয়ে থাকেন সে ক্ষেত্রে ঘটতে পারে মৃত্যু।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy