Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Health

Breast Cancer in Male: পুরুষদেরও হতে পারে স্তনের ক্যানসার! কোন উপসর্গ দেখে বুঝবেন

গোটা পৃথিবীতে যত জন স্তন ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ হয় পুরুষদের। আক্রান্তের সংখ্যা কম হলেও এই রোগ যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে।

গোটা পৃথিবীতে যত জন স্তন ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ হয় পুরুষদের।

গোটা পৃথিবীতে যত জন স্তন ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ হয় পুরুষদের। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২২ ০৬:০৭
Share: Save:

স্তন ক্যানসারের সমস্যা সাধারণত মহিলাদের মধ্যেই দেখা যায়। ফলে ধরে নেওয়া হয় যে, এটি একটি ‘মেয়েলি’ অসুখ। তবে ক্যানসার চিকিৎসকরা জানাচ্ছেন, পুরুষদের মধ্যেও দেখা যায় স্তন ক্যানসার। পুরুষদের বুকে স্তনবৃন্তের ঠিক নীচে অল্প পরিমাণ অকার্যকরী কিছু স্তন কোষ থাকে। এই কোষগুলির অনিয়ন্ত্রিত বৃদ্ধির ফলেই পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের সমস্যা দেখা যায়।

গোটা পৃথিবীতে যত জন স্তন ক্যানসারে আক্রান্ত হন, তার মধ্যে এক শতাংশ হয় পুরুষদের। আক্রান্তের সংখ্যাটি কম হলেও এই এক শতাংশের রোগ যথেষ্ট ভয়াবহ হয়ে উঠতে পারে। ফলে আগে থাকতে সচেতন হওয়া জরুরি। কিন্তু সচেতন হওয়ার জন্য স্তন ক্যানসারের উপসর্গগুলি জানা দরকার।

সচেতন হওয়ার জন্য স্তন ক্যানসারের উপসর্গগুলি জানা দরকার।

সচেতন হওয়ার জন্য স্তন ক্যানসারের উপসর্গগুলি জানা দরকার। ছবি: সংগৃহীত

পুরুষদের স্তন ক্যানসারের উপসর্গগুলি কী?

১) স্তনের চারপাশে ফোলা ভাব, দুর্গন্ধ কিংবা কোনও ক্ষত তৈরি হলে আগে থেকে সচেতন হওয়া খুবই জরুরি।

২) স্তনবৃন্তের রঙের পরিবর্তন হয়। লালচে হয়ে যায়।

৩) যে চামড়া স্তন ঢেকে রাখে, তাতেকিছু অস্বাভাবিকতা দেখা যায়। চামড়া কুঁচকে যায়, তাতে ভাঁজ বা খাঁজ তৈরি হয়।

কী ভাবে নির্ধারণ করবেন স্তনের ক্যানসার?

আল্ট্রাসোনোগ্রাফি ও ম্যামোগ্রাফির মাধ্যমে স্তন ক্যানসার নির্ণয় করা হয়। বায়োপ্সির সঙ্গে করা ইস্ট্রোজেন ও প্রোজেস্ট্রেরন হরমোনের পরীক্ষাও। প্রোটিন পরীক্ষাও করা হয়।

কোন বয়সের পুরুষদের মধ্যে বেশি দেখা যায় স্তন ক্যানসার?

৪০-৬০ বছরের পুরুষদের মধ্যে সাধারণত এই রোগ বেশি দেখা যায়। পরিবারে ক্যানসারের কোনও ইতিহাস থাকলে আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। ওজন বেশি থাকলেও পুরুষদের মধ্যে স্তন ক্যানসারের আশঙ্কা বৃদ্ধি পায়।

অন্য বিষয়গুলি:

Health cancer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE