রোজ বাইরে বেরোতে হয়। যাতে চুলে ধুলো-ময়লা না জমে তাই নিয়মিত শ্যাম্পু করেন। এমনিতেই মাথার ত্বক তেলতেলে। শ্যাম্পু করার পরের দিন মাথার সঙ্গে চুল একেবারে চেপটে থাকে। ভিজে চুল ঠিকমতো না শুকোলেও অনেক সময়ে এমন সমস্যা হয়। মাথার ত্বকে ঘাম বসেও চুল তেলতেলে হয়ে যেতে পারে। তবে কেশচর্চা শিল্পীরা বলছেন, চুল পরিচর্যার ভুলেও কিন্তু এমনটা হতে পারে। কী ভাবে সমস্যা থেকে মুক্তি পাবেন?
আরও পড়ুন:
১) চুল তেলতেলে হয়ে যাচ্ছে বলে রোজ শ্যাম্পু করতে যাবেন না। তাতে স্ক্যাল্পের নিজস্ব তেল ধুয়ে যায়। মাথার ত্বক যাতে অতিরিক্ত শুষ্ক হয়ে না পড়ে, সে কারণে শরীর নিজস্ব প্রতিরোধ শক্তি ব্যবহার করে সেবাম বা তেলের ক্ষরণ বাড়িয়ে তোলে। ফলে মাথার ত্বক, চুল তেলেতেলে হয়ে পড়ে। যাঁদের রোজ বাইরে যেতে হয় তাঁরা সপ্তাহে তিন দিন, অর্থাৎ এক দিন অন্তর শ্যাম্পু করলেই ভাল। যদি সম্ভব হয়, সালফেট ফ্রি টি ট্রি অয়েল বা স্যালিসিলিক অ্যাসিড-যুক্ত শ্যাম্পু ব্যবহার করবেন।
২) শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার মাখতে হবে। না হলে চুল রুক্ষ হয়ে যাবে, আর্দ্রতা ধরে রাখার ক্ষমতাও থাকবে না। তবে কন্ডিশনার মাখারও নিয়ম আছে। চুলের দৈর্ঘ্য ছেড়ে তা যদি মাথার ত্বকে মাখতে যান, তা হলে সমস্যা হবে। মাথার ত্বক তেলতেলে হয়ে যাবে এবং চুলও উঠবে। তাই শ্যাম্পু করার পর কন্ডিশনার ব্যবহার করলেও ভাল করে চুল ধুয়ে নিতে হবে।
৩) আঁচড়ানোর সময়ে মাথার ত্বক কিংবা চুলের মধ্যে থাকা খুশকি, তেলতেলে পদার্থ চিরুনিতে আটকে যায়। পরিষ্কার চুলে ওই চিরুনি ব্যবহার করলে মাথার ত্বক তেলতেলে হবেই। তাই সপ্তাহে অন্তত এক বার চিরুনি পরিষ্কার করতে হবে।