Advertisement
E-Paper

ঘরের ভিতরের দূষণ বাইরের থেকেও বেশি হতে পারে! তা থেকে বাড়তে পারে সমস্যাও

ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বিষয়টি জানা গিয়েছে। তাদের গবেষণাপত্রটি চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ।

ছবি : সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:৫৩
Share
Save

কথায় কথায় নানা রোগের কারণ হিসাবে পরিবেশ দূষণকে দোষারোপ করা হয়! ফুসফুসের সমস্যা, ফুসফুসের ক্যানসার, শ্বাসযন্ত্রের সমস্যা, হাঁচি-কাশি-অ্যালার্জি— সব কিছুর জন্যই দায়ী করা হয় শহরের রাস্তাঘাটে বাড়তে থাকা যানবাহন এবং তজ্জনিত বাতাসের বিষাক্ত পার্টিকুলেট ম্যাটার বা পিএম কণাকে। অথচ গবেষণা বলছে, সময়বিশেষে বাড়ির ভিতরের আবহাওয়া বাইরের থেকেও বেশি দূষিত হতে পারে। এমনকি, পিএম কণার যে বিপদসীমা স্থির করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু), সেই মাত্রাও ছা়ড়িয়ে যেতে পারে বাড়ির ভিতরের দূষণ।

ব্রিটেনের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বিষয়টি জানা গিয়েছে। তাদের গবেষণাপত্রটি চলতি সপ্তাহেই প্রকাশিত হয়েছে বিজ্ঞান বিষয়ক জার্নাল ‘সায়েন্টিফিক রিপোর্টস’-এ। যাঁরা ওই গবেষণা করেছিলেন, সেই গবেষকদের মধ্যেই দু’জন ম্যাকক্যাল ম্যাকবেন এবং ক্যথরিন রথবোন গবেষণার বিষয়ে সবিস্তার লিখেছেন জার্নালে। ক্যাথরিন সেখানে লিখছেন, ‘‘বাড়ির বাইরের দূষণমাত্রা কম থাকলেও যে বাড়ির ভিতরের আবহাওয়া দূষিত হতে পারে, তা আমাদের গবেষণা দেখিয়েছে। আর ক্ষেত্রবিশেষে যে সেই বাড়ির ভিতরের দূষণ স্বাস্থ্যের উপরেও প্রভাব ফেলতে পারে, তা-ও দেখা গিয়েছে গবেষণায়।’’

গবেষণার জন্য তিনটি বাড়িকে বেছে নেওয়া হয়েছিল। সেই তিনটি বাড়ি আবার বেছে নেওয়া হয়েছিল আশপাশের পরিবেশের ভিত্তিতে। কোনওটি ব্যস্ত রাস্তার ধারে, কোনওটি রেস্তরাঁর কাছে। আবার কোনওটি খেলার মাঠের কাছাকাছি। তিনটি বাড়িরই ভিতরের এবং বাইরের আবহাওয়ার দিকে দু’সপ্তাহ ধরে টানা নজর রাখা হয়েছিল আধুনিক প্রযুক্তির সাহায্যে। তাতেই দেখা গিয়েছে, ওই তিনটি বাড়ির ভিতরের আবহাওয়ার দূষণমাত্রা কখনও-সখনও বাইরের দূষণকেও ছাড়িয়ে গিয়েছে! যে পিএম১০, পিএম১ এবং পিএম২.৫ কণা নিয়ে চিন্তায় থাকে ধোঁয়াশায় ঢাকা দিল্লি, সেই সমস্ত কণার উপস্থিতি ৯ দিনের মাথাতেই বিপদমাত্রা ছাড়িয়েছে ঘরের ভিতরে।

কী ভাবে ঘরের ভিতরে বায়ুদূষণ হচ্ছে, তার বেশ কয়েকটি সম্ভাব্য কারণও খুঁজে বার করেছেন গবেষকেরা। তাঁরা বলছেন, ‘‘বাড়ির আশপাশের পরিবেশ অবশ্যই দূষণের ক্ষেত্রে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা নেয়। ব্যস্ত রাস্তা বা কোনও রেস্তরাঁর রান্নাঘরের কাছাকাছি থাকা বাড়িতে স্বাভাবিক ভাবেই দূষণ বেশি হয়েছে।’’ তবে শুধু সেটুকুই নয়। বা়ড়ির ভিতরে হাওয়া চলাচলের ব্যবস্থা কী রকম, ভেন্টিলেশনের বন্দোবস্ত রয়েছে কি না, রান্নাঘরের ধোঁয়া বাইরে বেরোতে পারছে কি না, বাড়ির বাসিন্দারা বাড়ির ভিতরে ধুলো বাড়তে পারে, এমন কিছু করছেন কি না— এই সব কিছুর উপরেও নির্ভর করে ঘরের ভিতরের দূষণের মাত্রা কতটা।

Air pollution

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}