Advertisement
০৮ নভেম্বর ২০২৪
Dental Care

Homemade Mouthwash: মুখের দুর্গন্ধের জেরে মুখ দেখানো দায়? বাড়িতেই বানান প্রাকৃতিক মাউথওয়াশ

বাজার চলতি মাউথওয়াশ ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে সম্পূর্ণ প্রাকৃতিক মাউথওয়াশ।

সহজ উপায়ে বাড়িতেই তৈরি করে নিন সম্পূর্ণ প্রাকৃতিক মাউথওয়াশ।

সহজ উপায়ে বাড়িতেই তৈরি করে নিন সম্পূর্ণ প্রাকৃতিক মাউথওয়াশ। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২১ ১৪:৪১
Share: Save:

মুখের দুর্গন্ধ আর চুম্বকের সমমেরু কিছুটা একই ধরনের, থাকলে বিকর্ষণ অনিবার্য। নাকের ভিতর দিয়া মরমে পশে সামনের মানুষটির মন প্রাণ যাতে আকুল না হয়ে ওঠে, তার জন্য বাজার চলতি একাধিক মাউথওয়াশ ব্যবহার করে থাকেন অনেকেই। কিন্তু অত্যন্ত সহজ উপায়ে বাড়িতেই তৈরি করে নেওয়া যেতে পারে সম্পূর্ণ প্রাকৃতিক মাউথওয়াশ। মুখের দুর্গন্ধ সৃষ্টিকারী ভাইরাস-ব্যাক্টিরিয়া নির্মূল করাই হোক, বা দাঁত ও মাড়ির স্বাস্থ্য ভাল রাখা— মুখ গহ্বর ভাল রাখতে এই প্রাকৃতিক মাউথওয়াশের জুড়ি মেলা ভার।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

উপকরণ:
লবঙ্গ: ৪-৫টি
গোলমরিচ: ৪-৫টি
জল: ২ কাপ

প্রণালী:

একটি পাত্রে জল নিয়ে তাতে মরিচ ও লবঙ্গ দিয়ে ফুটিয়ে নিন। ভাল করে এক বার ফুটলে পাত্র নামিয়ে নিন। মিনিট পাঁচেক নাড়িয়ে ঠান্ডা করে নিন।

ব্যবহারের পদ্ধতি:

দাঁত মাজা বা ফ্লস করার পর দ্রবণটি মুখে নিয়ে ভাল করে বার দুয়েক কুলকুচি করে ফেলে দিন।

উপকারিতা:

এই বাড়িতে তৈরি মুখ পরিষ্কার করার দ্রবণে কোনও কৃত্রিম রাসায়নিক যেমন থাকে না, তেমনই থাকে না অ্যালকোহল। ফলে অধিক সংবেদনশীল মুখের ক্ষেত্রেও এই মিশ্রণ অত্যন্ত কার্যকরী। কৃত্রিম মাউথওয়াশে থাকা বিভিন্ন রাসায়নিক পদার্থের ফলে অনেক সময় মুখের লালা গ্রন্থির ক্ষরণ হ্রাস পাওয়ার সমস্যা দেখা দেয়। একে বিজ্ঞানের ভাষায় জেরোস্টোমিয়া বলে। যা একাধিক নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করতে পারে। বাড়িতে তৈরি প্রাকৃতিক এই মাউথওয়াশের ক্ষেত্রে দেখা যায় না এই ধরনের কোনও সমস্যা।

অন্য বিষয়গুলি:

Dental Care Smell Hygiene
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE