বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রভাব পড়তে পারে ত্বকের উপরও। ছবি: সংগৃহীত
করোনার চলতি স্ফীতিতে শারীরিক উপসর্গগুলি মৃদু। হাসপাতালগামী আক্রান্তের সংখ্যাও কম। তবে করোনার তিনটি স্ফীতিতেই শ্বাসযন্ত্রজনিত সমস্যা বেশি দেখা গিয়েছে। জ্বর, সর্দি-কাশির মতো সমস্যারই বাড়বাড়ন্ত বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, করোনার প্রভাব পড়তে পারে ত্বকের উপরও। ক্ষতি হতে পারে ঠোঁট এবং নখের।
করোনা কী প্রভাব ফেলে ত্বক ও নখে?
কোভিড আক্রান্ত থাকাকালীন ঠোঁট এবং নখে ধূসর বা নীল রঙের আভা দেখা দিতে পারে। ঠোঁট আর নখ ছাড়াও শরীরের অন্য অংশের ত্বকেও এই রকম হালকা ধূসর বা নীলাভ আভা তৈরি হতে পারে। এই ধরনের উপসর্গ দেখা দিলে সবের আগে চিকিসকের পরামর্শ নেওয়া জরুরি।
এই ধরনের উপসর্গ দেখা দেওয়ার অর্থ হল, রক্তে অক্সিজেনের মাত্রা কমে যাওয়া। এ ছাড়া, ক্রমাগত বুকে ব্যথা, ক্লান্তি বা ঘুম থেকে উঠতে কষ্ট হওয়ার মতো সমস্যা হলেও এড়িয়ে না গিয়ে বাড়তি নজর দিয়ে সেগুলি মোকাবিলা করুন।
মাস্ক ত্বকের উপর কী প্রভাব ফেলে?
ত্বক হল শরীরের অন্যতম সংবেদনশীল অংশ। সারা ক্ষণ মাস্ক পরে থাকার ফলে ত্বকে একটি অস্বস্তি অনুভব করেন অনেকেই। ৬ ঘণ্টা বা তার বেশি সময় ধরে মাস্ক পরে থাকার ফলে ত্বকে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে।
১) ত্বকের লালচে ভাব দেখা যায়। ত্বকের তাপমাত্রাও বৃদ্ধি পায়।
২) ত্বকে সিবামের পরিমাণ বৃদ্ধি পায়। ত্বকের পি়এইচ লেভেল প্রায় ৩.২৪ শতাংশ হ্রাস পেয়ে অ্যাসিডের পরিমাণ বৃদ্ধি পায়।
৩) ত্বকের ব্রণর ক্ষতগুলি আরও বেশি গভীর হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
৪) তাপমাত্রা ও আর্দ্রতা বৃদ্ধি পাওয়ার ফলে ত্বকের ছিদ্র মুখগুলি আরও বেড়ে যায়।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy