পেট ব্যথা হলে ঈষদুষ্ণ জলে এক চিমটে নুন মিশিয়ে সেই মিশ্রণ পান করুন। ছবি সংগৃহীত
শীতকাল মানেই বিয়েবাড়ি আর পিকনিকে জমিয়ে ভুরিভোজ। তা ছাড়া বাড়িতে পিঠে পায়েশ তো লেগেই আছে। বছরের বাকি সময়টা ডায়েট মেনে চললেও শীতকালে যেন কিছুতেই মন মানতে চায় না। অগত্যা ভাজাভুজি, বিরিয়ানি কিংবা দুধপুলি— না নেই কোনওটাতেই।
তবে রোজ রোজ এমনটা চলতে থাকলে পেটের সমস্যা অবধারিত। হজমের সমস্যার কারণে শুরু হয় পেটে ব্যথা। এ ছাড়া শীতকলে ফুলকপি, বাঁধাকপির মতো সব্জিও পেটে ব্যথার কারণ হতে পারে। তা ছাড়া পিঠে-পুলির মতো দুগ্ধজাত খাবারও অনেকের সহ্য হয় না। তার উপর শীতে কোষ্ঠকাঠিন্যের সমস্যাও বেড়ে যায়। তাই পেট ব্যথা হতেই পারে।
পেটে ব্যথা থেকে মুক্তি পেতে মেনে চলুন এই সব ঘরোয়া টোটকা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy