Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Diabetes Control Drink

ডায়াবিটিস ধরা পড়েছে? রোজ নিয়ম করে কোন পানীয় খেলে বাগে থাকবে রক্তের শর্করার মাত্রা?

চিরতা আর কালমেঘ কিন্তু এক নয়। অনেকেই গুলিয়ে ফেলেন। মেদ ঝরানো, জ্বর কমানো থেকে শুরু করে তারুণ্য বজায় রাখা— চিরতার রয়েছে হরেক গুণ। আর কোন রোগের দাওয়াই এই ভেষজ?

চিরতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে।

চিরতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। ছবি: শাটারস্টক।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২২ ১০:২৯
Share: Save:

রোগবলাই দূরে রাখতে চিরতার কোনও জুড়ি নেই। অনেকেই হয়তো ভাবছেন, শেষ পর্যন্ত চিরতা! স্বাদে তেতো হলেও স্বাস্থ্যগুণে ভরপুর এই ভেষজ। চিরতা আর কালমেঘ কিন্তু এক নয়, অনেকেই এটা গুলিয়ে ফেলেন। মেদ ঝরানো, জ্বর কমানো থেকে শুরু করে তারুণ্য বজায় রাখা— চিরতার রয়েছে হরেক গুণ।

আর কী ভাবে শরীরের যত্ন নেয় চিরতা?

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ: ডায়াবিটিস রোগীদের জন্য চিরতার জল বেশ উপকারী। চিরতা রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখে। এ ছাড়া, চিরতার জল রক্তে কোলেস্টেরলের পরিমাণও কম করে।

ত্বকের স্বাস্থ্য ভাল রাখে: ত্বকের জেল্লা ধরে রাখতে রোজ সকালে খালি পেটে চিরতার জল খেতে পারেন। কারণ, চিরতা রক্তকে পরিষ্কার করে। রক্ত সঞ্চালন বাড়ায়। ত্বক ভিতর থেকে সুস্থ রাখে। ব্রণ, ফুসকুড়ি ও র‍্যাশের সমস্যা দূর হয়। চামড়ার রোগ থেকেও মুক্তি পেতে পারেন।

অ্যালার্জির সমস্যা কমাতে: অনেকেই অ্যালার্জির সমস্যায় ভোগেন। অ্যালার্জির জন্য শরীর ফুলে যায়, চোখ ফুলে যায়, সর্দি-কাশির সঙ্গে আরও নানা রকম সমস্যা হয়। চিরতা এ ক্ষেত্রে উপকারী। হাঁপানি ও শ্বাসকষ্ট থাকলেও এই জল খেতে পারেন।

অ্যাসিডটির সমস্যায় নাজেহাল? রোজ সকালে খালি পেটে চিরতার জল খান।

অ্যাসিডটির সমস্যায় নাজেহাল? রোজ সকালে খালি পেটে চিরতার জল খান। ছবি: শাটারস্টক

লিভারকে পরিষ্কার রাখে: লিভারের সমস্যা এখন ঘরে ঘরে। লিভার সুস্থ রাখতে চিরতার জল দারুণ উপকারী। ফ্যাটি লিভারের সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে। চিরতার জল শরীর থেকে ক্ষতিকর টক্সিন বার করে দেয়।

বদহজমের সমস্যা কমায়: অ্যাসিডটির সমস্যায় নাজেহাল? রোজ সকালে খালি পেটে চিরতার জল খান। বদহজমের সমস্যা থেকে কোষ্ঠকাঠিন্য, সব অসুখের দাওয়াই চিরতার জল।

রক্তাল্পতার সমস্যা দূর করে: রক্তাল্পতার সমস্যায় ভুগছেন? নিয়মিত চিরতার জল খেলে এই সমস্যার হাত থেকে রেহাই পাওয়া সম্ভব।

অন্য বিষয়গুলি:

chirata Health Tips Diabetes
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE