Advertisement
২৪ সেপ্টেম্বর ২০২৪
Breakfast Option

জলখাবারে লুচি, পরোটা খেতে পারেন, তবে অম্বলের ঝুঁকি এড়াতে আগে ৩ খাবার খাওয়া জরুরি

হালকা খাবার খাওয়ার পর ভারী জলখাবার খাওয়া যায়, তা হলে বিপাক হার ভাল হবে। সকালে খালিপেটে কোন খাবারগুলি খেতে পারেন?

সকালের জলখাবার হোক স্বাস্থ্যকর।

সকালের জলখাবার হোক স্বাস্থ্যকর। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৪ ১৯:২১
Share: Save:

সকালের খাওয়াদাওয়ার উপর সারা দিনের শরীরের হাল নির্ভর করে। সকালের দিকে এমনিতে ভারী খাবার খাওয়ার কথা বলা হয়। তবে পুষ্টিবিদদের মতে, সারা রাত পেট খালি থাকার পর হঠাৎ করে ভারী খাবার না খাওয়াই শ্রেয়। হালকা খাবার খাওয়ার পর ভারী জলখাবার খাওয়া যায়, তা হলে বিপাক হার ভাল হবে। সকালে খালিপেটে কোন খাবারগুলি খেতে পারেন?

আমলকি

আমলকি এমন একটি ফল যাতে সবচেয়ে বেশি ভিটামিন সি রয়েছে। খালি পেটে যদি আমলকির রস খেতে পারেন চুল, ত্বক সবই ভাল থাকবে। তার পাশাপাশি হৃদ্‌যন্ত্র সুস্থ থাকবে এবং লিভারও ঠিক মতো কাজ করবে। এমনিতে আমলকি খুব টক হওয়ায় অনেকে সেদ্ধ করে ভাতে মেখে খান। কিন্তু তাতে সব পুষ্টিগুণ চলে যায়। তার চেয়ে কাঁচা খাওয়াই ভাল। খালি পেটে খেতে পারলে আরও উপকারী।

পেঁপে

কাঁচা পেঁপে রস করে খাওয়ার যেমন গুণ রয়েছে, তেমনই পাকা পেঁপে খাওয়ারও অনেক সুফল রয়েছে। ঘুম থেকে উঠে যদি খালি পেটে পেঁপে খেতে পারেন তা হলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করবে। পেঁপের ক্যালোরি অনেকটাই কম। তাই যাঁরা ওজন কমাতে চান, এদিকে কোনও মিষ্টি ফল খাওয়ার লোভ সামলাতে পারেন না, তাঁরা পেঁপে খান। এতে খাবার হজম হবে তাড়াতাড়ি।

খেজুর

কাঠবাদামের মতোই খেজুরও যদি সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে খেতে পারেন তা হলে অনেক বেশি উপকার পাবেন। খেজুরে প্রচুর ফাইবার রয়েছে। কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা কমায় এবং হজমশক্তি বাড়ায়। বিশেষ করে বর্ষায় যারা মাঝেমাঝেই ডায়ারিয়া বা বদহজমের সমস্যায় ভুগছেন, তারা রোজ নিয়ম করে খেজুর খেলে উপকার পাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

morning Breakfast
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE