ওজন কমাতে কিছু ফল খাওয়া জরুরি। ছবি: সংগৃহীত।
পণ করেছেন পুজোর আগেই ভুঁড়ি কমিয়ে ফেলবেন। তার জন্য নিয়ম মেনে খাওয়াদাওয়া শুরু করেছেন। অফিসে আসার এবং সন্ধেয় ফিরে মাঝেমাঝে সহজ কিছু আসনও করছেন। প্রায় ১৫ দিন এমন রুটিন মেনে চলেও বিশেষ কোনও লাভ হয়নি। তাই খানিকটা হতাশ হয়েও পড়েছেন। তবে চাইলেই তো আর ওজন কমানো যায় না। তার জন্য প্রয়োজন নিয়মিত শরীরচর্চা ও যথাযথ খাদ্যাভ্যাস। রইল এমন তিনটি সব্জির হদিস, যা সাহায্য করতে পারে পেটের মেদ ঝরাতে।
ব্রকলি
ব্রকলিতে ক্যালোরির মাত্রা কম। কিন্তু ভিটামিন সি ও ফাইবারের মাত্রা বেশি। যা ওজন কমাতে সাহায্য করে। বিশেষ করে ভিটামিন সি-র অ্যান্টি-অক্সিড্যান্ট গুণ ওজন কমাতে অত্যন্ত উপযোগী।
শাকালু
ব্রকলির মতো শাকালুতেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইবার। শাকালুর ক্যালোরির মাত্রাও বেশ কম। পাশাপাশি শাকালুতে থাকে প্রচুর পরিমাণ জল। ফলে শাকালু খেলে সহজে পেট ভরে যায়। বারে বারে খাবার খাওয়ার প্রবণতাও দূর হয়। তাতে মেদ জমতে পারে না।
বাঁধাকপি
বাঁধাকপি ফাইবার সমৃদ্ধ। যা ওজন কমাতে কাজে আসে। পাশাপাশি পুষ্টিবিদদের মতে, বাঁধাকপি দেহে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে ডায়াবিটিস সংক্রান্ত ওজনবৃদ্ধি নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি বাঁধাকপি প্রদাহজনিত সমস্যা ও জারণঘটিত চাপ কমাতেও দারুন কার্যকর।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy