কোলেস্টেরল জব্দ হবে কোন দাওয়াইয়ের গুণে?
মেদ ঝরানোর নানা ধরনের উপায় খোঁজার চেষ্টা করেন অনেকে। নেটমাধ্যম খুললেই ওজন ঝরানোর নানা মন্ত্র চোখে পড়ে। কেউ বলেন দীর্ঘ ক্ষণ উপোস করলেই মেদ ঝরবে। কেউ বলেন ঘণ্টার পর ঘণ্টা ব্যায়াম করলেই ফল পাবেন দ্রুত। তবে ওজন ঝরানোর জন্য এত কসরত না করতে চাইলেও উপায় আছে। পুষ্টিবিদদের মতে, আদা কিন্তু ওজন ঝরাতে দারুণ উপকারী। রোজ সকালে আদা দেওয়া চা পান করলে মেদ ঝরবে দ্রুত।
কী ভাবে বানাবেন আদা চা?
জলের মধ্যে আদার রস, লেবুর রস, মধু ও গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এই পানীয় শরীরের জন্য বেশ উপকারী। এই পানীয় জিঙ্ক, ফসফরাস, ভিটামিন বি ৩ ও ৬, প্রোটিন ও ডায়াটেরি ফাইবারে পরিপূর্ণ।
এই পানীয় আর কী কী উপকারে আসে?
১) বদহজমের সমস্যা থাকলে এই পানীয় নিয়মিত খেতে পারেন। এই পানীয় হজমশক্তি বাড়াতে সাহায্য করে।
২) ঋতুস্রাব চলাকালীন যাঁদের প্রচণ্ড ব্যথা হয় তাঁরাও রোজের ডায়েটে এই পানীয় রাখতে পারেন। এই পানীয়ের বেদনানাশক ক্ষমতা রয়েছে। ঋতুস্রাব চলাকালীন এই পানীয় খেলে আপনি আরাম পাবেন।
৩) রক্তে কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে চা। রক্তের খারাপ ফ্যাট এবং গ্লুকোজের মাত্রা কমাতে পারে আদার রস।
৪) এই পানীয় সকাল বেলা খেলে আপনি সারা দিন চাঙ্গা থাকবেন। সারা দিনের পরিশ্রম, ক্লান্তি দূর হয় এই পানীয়ের জাদুতেই।
৫) আদা চায়ের আরও একটি গুণ হল, হার্টের যত্ন নেয় এই পানীয়। আদার রসে উপস্থিত থাকে নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্ট। তার সঙ্গে মেশে চায়ের অ্যান্টি-অক্সিড্যান্ট। সব মিলে প্রদাহ কমাতে সাহায্য করে আদা দেওয়া চা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy