Advertisement
E-Paper

ভারতে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ভারত-বাংলাদেশের মধ্যে বন্দি মৎস্যজীবী বিনিময়। আর কী কী

ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও আলোচনায় বসবেন সালিভান। সপ্তাহ দুই পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০২৫ ০৬:২২
Share
Save

ভারতে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, বৈঠক জয়শঙ্কর-ডোভালের সঙ্গে

দু’দিনের সফরে আজ ভারতে আসছেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান। এই সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও আলোচনায় বসবেন সালিভান। সপ্তাহ দুই পরেই আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার আগে আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ভারত সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ। জো বাইডেনের প্রশাসনের নিরাপত্তা উপদেষ্টার এটিই সম্ভবত শেষ ভারত সফর হতে চলেছে। সে ক্ষেত্রে এই সফরে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্কের কোন কোন বিষয়ে আলোচনা হয়, সে দিকে নজর থাকবে এই সফরকালে। সূত্রের খবর, প্রতিরক্ষা, মহাকাশ এবং প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে আলোচনা হতে পারে তাঁদের বৈঠকে। পাশাপাশি, বৈঠকে গুরুত্ব দেওয়া হবে ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার উপরেও। আইআইটি দিল্লিতেও একটি আলোচনাসভায় যোগ দেওয়ার কথা রয়েছে সালিভানের। ঘটনাচক্রে, কিছু দিন আগেই আমেরিকা সফর সেরে ফিরেছেন জয়শঙ্কর।

ভারত-বাংলাদেশের মধ্যে বন্দি মৎস্যজীবী বিনিময়

আজ বাংলাদেশ থেকে ভারতে ফিরবেন ৯৫ জন মৎস্যজীবী। ভারত থেকেও বাংলাদেশে ফেরত পাঠানো হবে ৯০ জন মৎস্যজীবীকে। বঙ্গোপসাগরে দুই দেশের মধ্যে বন্দি বিনিময় হবে। গোটা প্রক্রিয়াটির উপরে নজর রাখবে ভারত এবং বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। প্রায় আড়াই মাস আগে বাংলাদেশের জলসীমার ভিতরে ঢুকে পড়ায় কাকদ্বীপের ছ’টি ট্রলার আটক করেছিল বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনী। ওই ট্রলারগুলিতে ছিলেন ৯৫ জন মৎস্যজীবী। তাঁদের গ্রেফতার করা হয়। এ বার তাঁদের ভারতে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সে দেশের অন্তর্বর্তী সরকার। ফেরানো হবে ট্রলারগুলিও। বস্তুত, বাংলাদেশে গ্রেফতার হওয়া ভারতীয় মৎস্যজীবীদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা। কারও বাড়ি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে, কারও বাড়ি নামখানায়। কাকদ্বীপের মৎস্যজীবীদের বাংলাদেশে গ্রেফতার হওয়ার বিষয়টি জানার পরেই তাঁদের ভারতে ফিরিয়ে আনার বিষয়ে তৎপর হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। অবশেষে আজ দেশে ফিরবেন বাংলাদেশে আটকে পড়া ৯৫ জন মৎস্যজীবী। একই সঙ্গে ভারত থেকেও ৯০ বাংলাদেশি মৎস্যজীবীকে সে দেশে ফেরত পাঠানো হবে।

গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

ছত্তীসগঢ়ে সাংবাদিক হত্যার তদন্ত কোন পথে

ছত্তীসগঢ়ে সাংবাদিক মুকেশ চন্দ্রকরকে হত্যার তদন্তে নয়া মোড়। খুনের ঘটনায় ধৃত তিন জনের মধ্যে এক জন নিহতের ভাই রীতেশ চন্দ্রকর। গত ১ জানুয়ারি রাত থেকে নিখোঁজ হয়ে যান মুকেশ। এর দু’দিন পর ৩ জানুয়ারি বস্তারে সেপটিক ট্যাঙ্ক থেকে তাঁর দেহ উদ্ধার হয়। এই ঘটনায় তদন্তের অভিমুখ কোন দিকে যায়, নতুন করে কেউ গ্রেফতার হয় কি না, সে দিকে আজ নজর থাকবে।

আবার ঊর্ধ্বমুখী পারদ, উত্তরে বৃষ্টির পূর্বাভাস

পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী কয়েক দিনে তাপমাত্রার পারদ আবার উঠতে পারে। আজ থেকে পরের তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু জেলায়। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

মালদহে তৃণমূল নেতা খুনে ধরা পড়বে কি মূলচক্রী

মালদহের তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলার খুনের ঘটনায় মূলচক্রী কি ধরা পড়বে? এখন সেই প্রশ্নই ঘুরছে। এক জন না কি নেপথ্যে অনেকে আছে তা-ও ভাবাচ্ছে তদন্তকারীদের। ইতিমধ্যেই দুলালের স্ত্রী চৈতালি সরকার প্রশ্ন তুলেছেন, শুধু ভাড়াটে গুন্ডাদের ধরলে হবে না। ধরতে হবে মাথাকে। পুলিশ মূলচক্রীর খোঁজ পায় কি না আজ সেই খবরে নজর থাকবে।

News of the Day India-US Relationship India-Bangladesh Fishermen Chattishgarh Winter TMC Dulal Sarkar

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।