Causes of unexplained weight loss that you should be concerned about dgtl photogallery
Weight Loss
Weight Loss: কোনও কারণ ছাড়াই ওজন কমছে? কোন কোন বিষয়ে সচেতন হবেন, জেনে নিন ছবি দেখে
শরীরচর্চা বা খাদ্যাভ্যাসে বদল হয়নি। তার পরেও আচমকা কমছে ওজন। কোন কোন বিষয়ে সচেতন হবেন?
নিজস্ব সংবাদদাতা
কলকাতাশেষ আপডেট: ০৯ অগস্ট ২০২১ ১৩:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১১
ওজন কমানোর জন্য অনেকেই শরীরচর্চা বা খাদ্যাভ্যাসে বদল করেন। তাতে ওজন কমলে অবাক হওয়ার কিছু নেই।
০২১১
কিন্তু কখনও কখনও কোনও কারণ ছাড়াই কমতে শুরু করে ওজন। এমন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া খুবই দরকারি। কারণ এর পিছনে থাকতে পারে নানা শারীরিক সমস্যার ভূমিকা।
০৩১১
কোন কোন শারীরিক সমস্যায় ওজন কমতে থাকে? দেখে নেওয়া যাক।
০৪১১
অতি সক্রিয় থাইরয়েড: থাইরয়েড গ্রন্থি অতি সক্রিয় হলে শরীরের বিপাক ক্রিয়া বা মেটবলিজম বেড়ে যায়। ফলে ওজন কমতে থাকে।
০৫১১
প্যানক্রিয়াটাইটিস: অগ্ন্যাশয়ের এই সমস্যায় হজমের কাজে লাগে এমন হরমোনের ভারসাম্য নষ্ট হয়। ফলে খাবার হজম করতে সমস্যা হয়। তাতে ওজন কমে। দীর্ঘ দিন এই অবস্থা চললে প্রভাব পড়ে অন্য অঙ্গেও।
০৬১১
ডায়াবিটিস: এই সমস্যাতেও খাবার শরীর চালানোর মতো শক্তি উৎপাদন করতে পারে না। অনেকের ক্ষেত্রেই তাই রক্তে ইনসুলিনের মাত্রা কমে গেলে ওজন কমে।
০৭১১
পেশির ক্ষয়: যাঁরা দীর্ঘ ক্ষণ বসে কাজ করেন, শরীরচর্চা করেন না, তাঁদের এই সমস্যা হয়। অচমকা কমতে থাকে ওজন। এ রকম হলেও দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
০৮১১
সেলিয়াক রোগ: এটি এক ধরনের অটো ইমিউন ডিসঅর্ডার। এই সমস্যায় শরীরে গ্লুটেন জাতীয় পদ গেলেই শরীরের রোগ প্রতিরোধ শক্তি সুস্থ কোষ ধ্বংস করতে শুরু করে। তাতে ওজন কমে।
১০১১
অবসাদ: মানসিক এই সমস্যাতেও ওজন কমতে থাকে দ্রুত।
১১১১
ক্যানসার: অনেকেরই ক্যানসার প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে না। কিন্তু ক্যানসারের অন্যতম লক্ষণ ওজন কমে যাওয়া। তাই কারণ ছাড়া ওজন কমলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।