Advertisement
২১ জানুয়ারি ২০২৫
Noise Pollution Side Effects

বড় রাস্তার ধারে বাড়ি হলে বাড়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা! গবেষণায় উঠে এল শব্দদূষণের নয়া ঝুঁকি

শব্দদূষণের মাত্রা প্রতি ১০ ডেসিবেল বাড়লে হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যায় ৩.২ শতাংশ। আর কী সমস্যা হয়?

traffic noise raises risk of cardiovascular diseases

— প্রতীকী ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৪ ১৫:৫২
Share: Save:

যত ক্ষণ ফাঁকা রাস্তায় বাস বা গাড়ি চলছে, তত ক্ষণ ঠিক আছে। কিন্তু সিগন্যালে যখনই গাড়ি দাঁড়ায়, তখনই শরীরে অস্বস্তি হতে শুরু করে। জ্যামে আটকে থাকা গাড়িঘোড়ার আওয়াজে অনেকেরই বুক ধড়ফড় করতে শুরু করে। সাম্প্রতিক একটি গবেষণা বলছে, তীব্র যানজট এবং সেই কারণে সৃষ্ট শব্দদূষণের সঙ্গে হার্ট অ্যাটাক এবং হার্ট সংক্রান্ত অন্যান্য রোগের যোগ রয়েছে। শুধু তা-ই নয়, রাস্তার সিগন্যাল কিংবা যানজটে আটকে থাকা গাড়ির আওয়াজে উচ্চ রক্তচাপজনিত সমস্যাও বেড়ে যেতে পারে।

দিন দিন বাড়তে থাকা হার্ট অ্যাটাক এবং সে সংক্রান্ত রোগের জটিলতা নিয়ে গবেষণা করতে শুরু করেছিল বিজ্ঞানীদের একটি আন্তর্জাতিক দল। সেই গবেষণা থেকেই জানা যায়, যানবাহনের শব্দের সঙ্গে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্পর্ক রয়েছে। পাশাপাশি গবেষকেরা জানিয়েছেন, এই শব্দদূষণের মাত্রা প্রতি ১০ ডেসিবেল বাড়লে হার্টের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও ৩.২ শতাংশ করে বাড়তে থাকে। শুধু কি তা-ই! ভয়ঙ্কর এই আওয়াজ অনিদ্রাজনিত সমস্যাও বাড়িয়ে তুলতে পারে। এ ছাড়া স্ট্রেস হরমোন, অর্থাৎ কর্টিজ়লের পরিমাণ অস্বাভাবিক হারে বেড়ে যেতে পারে। যা পরবর্তী কালে প্রদাহজনিত রোগে আক্রান্ত হওয়া আশঙ্কা বাড়িয়ে তোলে।

হার্টের রোগে আক্রান্ত হওয়ার নানাবিধ কারণ থাকতে পারে। তবে, তার মধ্যে অন্যতম হল যানবাহনের আওয়াজ। তেমনটাই জানিয়েছেন গবেষণা প্রধান এবং জার্মানির ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের অধ্যাপক মি থমাস মানজ়ল। তাঁর কথায়, “আমাদের গবেষণায় এ কথা প্রমাণিত। শুধু তো হার্ট অ্যাটাক নয়, তার সঙ্গে জড়িয়ে রয়েছে শরীরে নানা কার্যকলাপ। অনিদ্রা থেকে ডায়াবিটিসের উপরেও প্রভাব পড়তে পারে।”

তবে, এই গবেষণা থেকে একটি ভাল দিকও জানতে পারা গিয়েছে। গবেষকেরা জানিয়েছেন, যানবাহন থেকে সৃষ্ট শব্দদূষণ ৩ থেকে ৬ ডেসিবল পর্যন্ত কম হতে পারে, যদি রাস্তা তৈরির সময়ে ‘অ্যাসফাল্ট’ নামক রাসায়নিকটি ব্যবহার করা হয়।

অন্য বিষয়গুলি:

noise pollution horn heart disease Cardiovascular Diseases Myocardial infarction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy