Advertisement
০৫ নভেম্বর ২০২৪

নাট্য উত্‌সব শুরু হল ন্যাজাটে

সন্দেশখালির ন্যাজাটে শুরু হল নাট্য উত্‌সব। সোমবার ওই উত্‌সবের উদ্বোধন করেন নাট্য নির্দেশক বিজয় মুখোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব অনীশ ঘোষ এবং অর্পিতা ঘোষ। ন্যাজাট সুন্দরবন নাট্য উত্‌সব কমিটির উদ্যোগে ১১ তম বর্ষে তিন দিনের এই উত্‌সবে সোমবার মঞ্চস্থ হয় সোহিনী সেনগুপ্ত নির্দেশিত এবং অর্পিতা ঘোষ অভিনীত পঞ্চম বৈদিক-এর নাটক ‘স্ত্রীর পত্র’ এবং গোবরডাঙা শিল্পায়ন-এর নাটক ‘মালাডাক’।

‘তোমাকে চাই’ নাটকের একটি দৃশ্য। নিজস্ব চিত্র।

‘তোমাকে চাই’ নাটকের একটি দৃশ্য। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বসিরহাট শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৪ ০২:৩১
Share: Save:

সন্দেশখালির ন্যাজাটে শুরু হল নাট্য উত্‌সব। সোমবার ওই উত্‌সবের উদ্বোধন করেন নাট্য নির্দেশক বিজয় মুখোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব অনীশ ঘোষ এবং অর্পিতা ঘোষ।

ন্যাজাট সুন্দরবন নাট্য উত্‌সব কমিটির উদ্যোগে ১১ তম বর্ষে তিন দিনের এই উত্‌সবে সোমবার মঞ্চস্থ হয় সোহিনী সেনগুপ্ত নির্দেশিত এবং অর্পিতা ঘোষ অভিনীত পঞ্চম বৈদিক-এর নাটক ‘স্ত্রীর পত্র’ এবং গোবরডাঙা শিল্পায়ন-এর নাটক ‘মালাডাক’। মঙ্গলবার মঞ্চস্থ হবে বারাসত অনুশীলনী-র নাটক ‘তোমাকে চাই’। নাটকটির নির্দেশনা বিজয় মুখোপাধ্যায়ের। অভিনয় করেছেন কমল, নন্দিনী, অস্মিতা, বিজয়, বিশ্বজিত্‌ ও মনোজ। শেষ দিন বুধবার, দু’টি নাটক মঞ্চস্থ হবে। প্রথম নাটক সুন্দরবন নাট্য উত্‌সব কমিটি-র ‘অথ স্বর্গ বিচিত্রা’। নির্দেশনা করেছেন শক্তি মিত্র। দ্বিতীয় নাটক বালিগঞ্জ ব্রাত্য জনের ‘অর্ধঙ্গিনী’। অভিনয় করেছেন পিয়ালী, সুলক্ষণা, কুহু, তাপসী, দ্যুতিলেখা ও বিজয়।

কমিটির সম্পাদক তপন দেব বলেন, “সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষের ইচ্ছা থাকলেও কলকাতায় গিয়ে নাটক দেখার আর্থিক সঙ্গতি নেই। সে কথা মাথায় রেখে এবং এলাকার ছেলেমেয়েদের সংস্কৃতিমনস্ক করে তোলার জন্যই আমরা কয়েক জন এই ন্যাজাটে নাট্য উত্‌সব করতে উদ্যোগী হয়েছিলাম। এলাকার ছেলেমেয়েরাও এখন নাটকের দল গড়েছে। তবে এ সবের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি আর্থিক সাহায্যের প্রয়োজন। না হলে কলকাতা থেকে বড় দল এনে ধারাবাহিক ভাবে নাটক মঞ্চস্থ করা বেশ কষ্টকর।”

অন্য দিকে, বসিরহাট দেবদূত স্পোর্টিং ক্লাবের তিন দিনের নাট্যোত্‌সব শেষ হল। স্থানীয় বাজার এলাকার ক্লাব প্রাঙ্গণে কবি সুকান্ত মুক্ত মঞ্চে গত শনিবার শুরু হয় যাত্রানুষ্ঠান ও নাট্যোত্‌সব। উপস্থিত ছিলেন সাহিত্যিক পরেশ ভট্টাচার্য, নাটককার ও নাট্যকার পান্নালাল মুখোপাধ্যায়, বিভাস চট্টোপাধ্যায়-সহ বিশিষ্টরা। উত্‌সবে বারাসত কাল্পিক প্রযোজিত ‘আমি মদন বলছি’, বসিরহাটের মহুয়া-র প্রযোজনায় ‘পরশ পাথর’, কাটিয়াহাটের ময়ূখ-এর নাটক ‘ছেদবিন্দু’, বসিরহাটের ঊর্বী-র ‘চেনা আলো চেনা অন্ধকার’ এবং সারদা অপেরা প্রযোজিত যাত্রা ‘প্রেমের ঠাকুর শ্রীরামকৃষ্ণ’ মঞ্চস্থ হয়। ক্লাবের পক্ষে কমল সাহা, সুবোধ ঘোষ, বিকাশ রায় ও দেবদুলাল সাহা বলেন, “এলাকার সংস্কৃতিপ্রেমী মানুষদের আনন্দ দেওয়ার জন্য এই যাত্রা এবং নাটকের আয়োজন।”

অন্য বিষয়গুলি:

basirhat najat natya utsav
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE