You will be amazed to know the age of these evergreen Bollywood actors dgtl
Entertainment News
এই তারকাদের আসল বয়স এত…! জানলে অবাক হবেন
বয়স লুকিয়ে রাখতে তাঁরা নাকি ওস্তাদ। কেউ জিম করেন। কেউ বা মেনে চলেন কঠিন ডায়েট। সত্যিই আপনার প্রিয় তারকাদের এতটা বয়স হয়েছে, জানতেন?
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ১০:২৯
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২১
বয়স লুকিয়ে রাখতে তাঁরা নাকি ওস্তাদ। কেউ জিম করেন। কেউ বা মেনে চলেন কঠিন ডায়েট। সত্যিই আপনার প্রিয় তারকাদের এতটা বয়স হয়েছে, জানতেন?
০২২১
মাধুরী দীক্ষিত: অভিষেক বর্মনের ‘কলঙ্ক’-এ শেষবার বড়পর্দায় মাধুরীকে দেখেছেন দর্শক। তাঁর হাসিতে এখনও মোহিত হয়ে যায় আট থেকে আশি। এ হেন মাধুরী কিন্তু বয়সের দিক থেকে হাফ সেঞ্চুরি করে ফেলেছেন। তাঁর বয়স ৫২।
০৩২১
অক্ষয় কুমার: শরীর ফিট রাখতে অক্ষয় কতটা কড়া ধাতের মানুষ, তা হয়তো অনেকেই জানেন। সিগারেট খাওয়া বা মদ্যপান— কোনওটাই তাঁর রুটিনে নেই। এমনকি জিমেও যান না তিনি। ভোরে উঠে দৌড়নো এবং সঠিক ডায়েটে অক্ষয় নিজের বয়সকে বাঁধতে পেরেছেন। তিনি এখন ৫১-র যুবক।
০৪২১
টুইঙ্কল খন্না: খুব বেশি দিন অভিনয় করেননি টুইঙ্কল। বরং মন দিয়েছেন লেখালেখির কাজে। এই সেলিব্রিটির বয়সও যেন থমকে গিয়েছে। আসল বয়স ৪৫ হলেও টুইঙ্কলকে দেখে তা মনে হয় না বলেই মনে করেন সিনে মহলের বড় অংশ।
০৫২১
অজয় দেবগণ: চোখ। অজয় দেবগণের অভিনয়ের ক্ষেত্রে সবথেকে বেশি প্রশংসা হয়েছে তাঁর চোখের। চোখ দিয়ে অভিনয় করে যে কাউকে পিছিয়ে দিতে পারেন তিনি। এ হেন অজয় বয়সের বিচারে সবে হাফ সেঞ্চুরিতে পৌঁছলেন।
০৬২১
কাজল: এক্সপ্রেশন। এক্সপ্রেশনই কাজলের অভিনয়ের শেষ কথা। ‘কুছ কুছ হোতা হ্যায়’র অঞ্জলীর সারল্য বা ‘বাজিগর’-এর সেই প্রেম এখনও কাজলের মধ্যে খুঁজে পান তাঁর অনুরাগীরা। অথচ বয়সের বিচারে কাজল এখন ৪৫-এর দোরগোড়ায়।
০৭২১
অনিল কপূর: যত দিন যাচ্ছে, ততই যেন বয়স কমে যাচ্ছে অনিল কপূরের। এ কথা প্রায়ই বলেন তাঁর অনুরাগীরা। শোনা যায়, ডায়েটের বিষয়ে নাকি খুব সচেতন নায়ক। সে কারণেই আসল বয়স ৬২ হলেও চেহারার তার ছাপ পড়তে দেননি অনিল।
০৮২১
করিশ্মা কপূর: ‘রাজা হিন্দুস্তানি’। করিশ্মা দেখলেই এখনও বহু দর্শক প্রথমেই এই সিনেমাটির কথা বলেন। চিরকালই নিজস্ব স্টাইল স্টেটমেন্ট মেনটেন করেছেন করিশ্মা। ৪৪ বছর বয়সেও সেই চার্মটা ধরে রাখতে পেরেছেন বলে মনে করেছেন ইন্ডাস্ট্রির সতীর্থরা।
০৯২১
মিলিন্দ সোমন: এই মুহূর্তে আপনার ইনস্টাগ্রাম ক্রাশ কে? যে বয়সের মহিলার কাছেই প্রশ্নটা করুন না কেন, অনেক নামের মধ্যে মিলিন্দ সোমন কমন পাবেন। বয়স ৫৩। কিন্তু এখনও কেরিয়ারের প্রথম দিনের মতোই গ্ল্যামার ধরে রাখতে পেরেছেন এই মডেল।
১০২১
জন আব্রাহাম: দু’দশক আগে বলিউডে কেরিয়ার শুরু করেছিলেন জন আব্রাহাম। তিনি সেই দলের অভিনেতা, যাঁর অভিনয় নয়, বরং চেহারা নিয়ে আলোচনা হত বেশি। এক কালের নামজাদা মডেল জন ৪৬ বছর বয়সেও আকর্ষণীয় চেহারা ধরে রেখেছেন বলে মত সিনে বিশেষজ্ঞদের।
১১২১
টিসকা চোপড়া: বহু দিন ধরে যে টিসকা লাইমলাইটে রয়েছেন, এমন নয়। বরং বিভিন্ন ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় টিসকাকে জনপ্রিয়তা দিয়েছে। আসল বয়স ৪৫ হলেও তা নাকি অনস্ক্রিনে বুঝতে দেন না তিনি।
১২২১
অর্জুন রামপাল: সেক্সিয়েস্ট ম্যান। দীর্ঘ দিন ধরেই বলি ইন্ডাস্ট্রিতে এই বিশেষ তকমা ধরে রেখেছেন অর্জুন। বিয়ে, বিচ্ছেদ, ফের নতুন করে প্রেমে পড়া— অর্জুন যেন বাকিদের থেকে অনেকটাই আলাদা। এ হেন নায়কের ৪৬ বছর বয়সেও সেক্সিয়েস্ট তকমাই প্রাপ্য বলে মনে করেন অনেকে।
১৩২১
জুহি চাওলা: যে নায়িকাদের মধ্যে পাশের বাড়ির ইমেজ ধরা আছে, জুহি তাঁদের মধ্যে অন্যতম। যে লুক নিয়ে কেরিয়ার শুরু করছিলেন, ৫১ বছর বয়সে পৌঁছেও তার খুব একটা পরিবর্তন হয়নি বলেই মনে করেন তাঁর অনুরাগীরা।
১৪২১
শিল্পা শেট্টি: ফিটনেস ফ্রিক। শিল্পার ক্ষেত্রে উপযুক্ত বিশেষণ। অভিনয়ের থেকেও তাঁর যোগাভ্যাস নিয়ে বেশি শিরোনাম হয়। ৪৪ বছর বয়সেও তাঁর ফিট থাকার রহস্য জিম এবং ডায়েট।
১৫২১
আর মাধবন: ‘রহেনা হ্যায় তেরে দিল মে’। ২০০১-এ মুক্তি পেয়েছিল মাধবনের এই ছবি। তুমুল জনপ্রিয় হয়েছিল। কিন্তু মাধবন সেই জনপ্রিয়তা ধরে রাখতে পারেননি। ধরে রেখেছেন বয়স। ৪৯ বছরের ছাপ পড়তে দেননি চেহারায়। অন্তত এমনটাই মনে করেন ভক্তরা।
১৬২১
মন্দিরা বেদী: ‘শান্তি’ সিরিয়ালের মাধ্যমে এক সময়কে মন্দিরাকে ঘরে ঘরে চিনতেন দর্শক। অভিনয় থেকে যখন ক্রিকেটের অ্যাঙ্কারিং শুরু করেন, একেবারে লুক বদলে ফেলেন মন্দিরা। ৪৭ বছর বয়সেও তিনি সমান আকর্ষণীয়।
১৭২১
রাহুল বসু: মূল ধারার সিনেমা নয়। বরং আরবান দর্শকের কাছে রাহুলের পরিচিতি বেশি। ৫১ বছর বয়সেও তিনি সমান আবেদন ধরে রেখেছেন বলে মনে করেন দর্শকদের একটা বড় অংশ।
১৮২১
মালাইকা আরোরা: আরবাজ খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং অর্জুন কপূরের সঙ্গে প্রেমের গুঞ্জন মালাইকাকে ইদানীং বার বার শিরোনামে নিয়ে এসেছে। ৪৫ বছর বয়সেও তাঁর গ্ল্যামার ধরে রাখার রহস্য জানতে আগ্রহী বহু দর্শক।
১৯২১
সঞ্জয় সুরি: না! অভিনয় নয়। বরং ফিটনেসের কারণেই লাইমলাইটে থেকেছেন সঞ্জয়। বলিউডের এই হিরোর আসল বয়স যে ৪৮, তা অনেকেই মেনে নিতে চান না।
২০২১
তব্বু: সদ্য মুক্তিপ্রাপ্ত সলমন খানের ‘ভারত’-এ তব্বুকে দেখেছেন দর্শক। যে কোনও চরিত্রে তাঁর অভিনয় মুগ্ধ করেছে বারবার। এই অভিনেত্রীও নিজের বয়স যেন ধরে রেখেছেন। তব্বু এখন ৪৭। দেখে মনে হয়?
২১২১
রাহুল খন্না: বিনোদ খন্নার এই ছেলে অভিনয় দিয়ে তেমন জনপ্রিয়তা পাননি ঠিকই। কিন্তু কিছু ছবিতে তিনি অনবদ্য। রাহুলের আসল বয়স যে ৪৬, তা বিশ্বাস করতে চান না ইন্ডাস্ট্রির অন্দরের বহু মানুষ।