Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Entertainment News

বকুলের বেস্ট ফ্রেণ্ড কে?

‘বকুল কথা’র বকুল ব্যস্ততার মধ্যেও সময় বের করে নেন প্রিয় বন্ধুর জন্য। বন্ধুত্ব শুরু হল কবে? ঊষসী জানালেন,‘‘আমাদের বন্ধুত্ব কলেজের প্রথম বর্ষ থেকেই শুরু হয়।

প্রিয় বন্ধুর সঙ্গে অভিনেত্রী।

প্রিয় বন্ধুর সঙ্গে অভিনেত্রী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৯ ১২:৫৯
Share: Save:

মানুষের ব্যস্ত জীবনে বন্ধুরা একে একে হারিয়ে যায়। সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হতে থাকে সম্পর্ক। কিন্তু ‘প্রিয় বন্ধু’ শব্দবন্ধে লেগে থাকে অপরূপ মায়া। প্রিয় বন্ধুরা তাই পরস্পরকে আঁকড়ে বাঁচে। ঊষসীর মতো ব্যস্ত অভিনেত্রীরও আছেন একজন প্রিয় বন্ধু।

‘বকুল কথা’র বকুল ব্যস্ততার মধ্যেও সময় বের করে নেন প্রিয় বন্ধুর জন্য। বন্ধুত্ব শুরু হল কবে? ঊষসী জানালেন,‘‘আমাদের বন্ধুত্ব কলেজের প্রথম বর্ষ থেকেই শুরু হয়। দু’জনেরই হিস্ট্রি অনার্স ছিল।মজার বিষয় হল, এই একমাত্র বন্ধু যে আমার পড়াশোনা নিয়ে খুব সাহায্য করেছে। সবসময় ফোন করে করে আমাকে পড়তে বসাতো। আমার মায়ের যতটা দায়িত্ব ছিল আমাকে পড়তে বসানোর আমার এই বন্ধুও সেই দায়িত্ব নিত। সব মিলিয়ে বন্ধুত্বটা খুব স্পেশাল।’’

তাঁর বন্ধু কে? দেখা হলে একসঙ্গে হলে কী করতে ভালোবাসেন তাঁরা? ঊষসী বললেন,‘‘ও গার্গী দাশগুপ্ত। আমরা যখন তখন দু’জনের বাড়িতে চলে যাই। সময় অসময় বলে কিছু নেই। আমার বাড়ি ওর বাড়ি,ওর বাড়িটা আমার বাড়ি হয়ে গিয়েছে। আমরা দু’জনেই শাড়ি পরতে প্রচণ্ড ভালবাসি। শাড়ি পরে বেরোনোর জন্য ছুতো খুঁজি দু’জনে। আগে তো সরস্বতী পুজো,কলেজ প্রোগ্রাম সবেতেই শাড়ি পরতাম। দু’জনেই নিজের নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ঠিক আড্ডা দেওয়ার সময় বের করে নিই। আমার কোনও সমস্যা হলে প্রথম ফোনটা যায় ওর কাছেই।’’

আরও পড়ুুুন, মনমোহন সিংহের ভাবমূর্তি নষ্টের অভিযোগ, মামলা অনুপমের বিরুদ্ধে

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE