চলতি সপ্তাহে তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। ছবি: সংগৃহীত।
টলিপাড়ায় বৃহস্পতিবার নির্মাতাদের কপালে থাকে চিন্তার ভাঁজ। কারণ, সারা সপ্তাহের পরিশ্রমের ফল জানান দেয় টিআরপি তালিকা। নতুন মাসের প্রথম সপ্তাহের টিআরপি তালিকায় কতটা রদবদল হল দেখা যাক।
এ সপ্তাহে প্রথম পাঁচে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাচ্ছে। তবে একাধিক সিরিয়াল কিন্তু নিজেদের জায়গা ধরে রেখেছে। প্রথম পাঁচে প্রত্যাশিত ভাবেই জ্যাস সান্যাল এবং সয়ম্ভু মুখোপাধ্যায়ের গল্প এখনও দর্শকের আগ্রহ ধরে রেখেছে। কিছুটা নম্বর কমলেও ৮.৫ পেয়ে চলতি সপ্তাহে তালিকায় প্রথম স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’। সামান্য পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে একই চ্যানেলের সিরিয়াল ‘ফুলকি’। রোহিত এবং ফুলকির গল্প পকেটে পুরেছে ৮.৩ নম্বর। তৃতীয় স্থানে রয়েছে স্টার জলসার সিরিয়াল ‘গীতা এল.এল.বি’। বিগত কয়েক সপ্তাহে ধারাবাহিক ভাবে এই সিরিয়াল তালিকার উপরের দিকে জায়গা ধরে রেখেছে। এ সপ্তাহে তাদের প্রাপ্ত নম্বর ৮.১।
এ সপ্তাহে চতুর্থ স্থান এবং পঞ্চম স্থানের মধ্যে রয়েছে সামান্য ফারাক। চতুর্থ স্থানে রয়েছে জি বাংলার ‘নিমফুলের মধু’। তবে গত সপ্তাহের মত এ সপ্তাহেও তাদের প্রাপ্ত নম্বর ৭.৮। এক সময় ‘অনুরাগের ছোঁয়া’র নম্বর কমছিল বলে দর্শকের কপালে চিন্তার ভাঁজ দেখা গিয়েছিল। তবে তা টের পেয়েই ঘুরে দাঁড়িয়েছে সিরিয়াল। এ সপ্তাহে পঞ্চম স্থানে রয়েছে সূর্য-দীপার গল্প। তাদের প্রাপ্ত নম্বর ৭.৩। বাকিরা কে কোথায়? রইল চার্টে—
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy