When Salman Khan Got Embarrassed for Jackie Shroff dgtl
bollywood
উপলক্ষ জ্যাকি শ্রফ, নিজের ভুলেই প্রকাশ্যে এই অপদস্থ হওয়া সলমন খান ভুলতে পারেননি
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা মাত্র আসন ছেড়ে সটান উঠে দাঁড়ান সলমন।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০২০ ১৪:২২
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
সলমন খানের মতো তারকাকেও এক বার প্রকাশ্যে অপদস্থ হতে হয়েছিল। তাঁর অপদস্থ হওয়ার কারণ ছিলেন জ্যাকি শ্রফ। এই ঘটনা দীর্ঘদিন মনে রেখেছিলেন সল্লু মিয়াঁ।
০২১৪
এই ঘটনা সলমনের কেরিয়ারের শুরুর দিকের। সে সময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’-র সুবাদে রাতারাতি তারকা হয়ে গিয়েছিলেন সলমন।
০৩১৪
তাঁর আগে ইন্ডাস্ট্রিতে বহু তারকা ছিলেন-ই। জ্যাকি শ্রফ, অনিল কপূর, সঞ্জয় দত্ত, সানি দেওল, গোবিন্দ, মিঠুন চক্রবর্তী, এমনকি, আমির খানও তাঁর আগে সুপারস্টার হয়ে গিয়েছিলেন।
০৪১৪
এ রকমই কোনও এক বছর এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ডাক পেলেন সলমন। তিনি সে বার মনোনীতও হয়েছিলেন সেরা নায়ক বিভাগে।
০৫১৪
সলমনের সঙ্গে সে বার সেরা নায়ক বিভাগে মনোনয়ন ছিল ‘ঈশ্বর’ ছবির জন্য অনিল কপূর, ‘চাঁদনি’-র জন্য ঋষি কপূর, ‘রাখ’ ছবিতে অভিনয়ের জন্য আমির খান এবং ‘পরিন্দা’ ছবির জন্য জ্যাকি শ্রফের।
০৬১৪
তাঁদের সঙ্গেই ‘ম্যায়নে প্যায়ার কিয়া’ ছবিতে অভিনয়ের জন্য নমিনেশন পেয়েছিলেন সলমন খান। এদিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা মাত্র আসন ছেড়ে সটান উঠে দাঁড়ান সলমন।
০৭১৪
তিনি ভেবেছিলেন পুরস্কারপ্রাপক হিসেবেই বোধহয় তাঁর নাম ডাকা হচ্ছে। তিনি সোজা মঞ্চের দিকে হাঁটতে শুরু করে দেন।
০৮১৪
ঠিক সেই সময়ে মঞ্চ থেকে ঘোষণা করা হয়, সে বছরের সেরা নায়ক বিভাগে পুরস্কৃত হতে চলেছেন জ্যাকি শ্রফ, ‘পরিন্দা’ ছবিতে অভিনয়ের জন্য।
০৯১৪
শুনেই চমকে দাঁড়িয়ে পড়েন সলমন। তিনি নিজের ভুল বুঝতে পারেন। লজ্জিত এবং অপদস্থ সলমন নিজের ভুল শুধরে নেওয়ার জন্য ওখানেই দাঁড়িয়ে হাততালি দিতে থাকেন।
১০১৪
অডিটোরিয়ামে সবাই বুঝতে পেরেছিলেন সলমন ভুল করে উঠে পড়েছেন। কিন্তু পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সলমন নিজে বলতে থাকেন, তিনি জ্যাকি শ্রফকে শুভেচ্ছা ও অভিবাদন জানানোর জন্য স্ট্যান্ডিং ওভেশন দিচ্ছিলেন।
১১১৪
পরে এক সাক্ষাৎকারে নিজের ভুল এবং পরিস্থিতি সামাল দেওয়ার কথাও স্বীকার করেন সলমন। সে বছর সেরা নায়ক না হলেও সলমন পুরস্কৃত হয়েছিলেন ‘সেরা নবাগত অভিনেতা’ বিভাগে।
১২১৪
কয়েক দশক পেরিয়ে এখন হিসেব অনেকটাই বদলে গিয়েছে। সে দিনের সলমন আজকের ছবি সফল করানোর অন্যতম নেপথ্য কারিগর।
১৩১৪
এমনকি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিনও নির্ধারিত হয় সলমনের সময় দিতে পারবেন কি না, তার উপর।
১৪১৪
সলমনের পারফরম্যান্সও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বড় অংশ। এই উত্তরণ সম্ভব হয়েছে সলমনের কৃতিত্বেই।