বজরং দলের রোষের মুখে শাহরুখ এবং দীপিকার ‘পাঠান’। ছবি: সংগৃহীত।
গুজরাতে বজরং দলের কর্মীদের রোষের মুখে এ বার শাহরুখ খানের ‘পাঠান’। আমদাবাদের একটি শপিং মলে ভেঙে, গুঁড়িয়ে দেওয়া হল শাহরুখ এবং দীপিকা পাড়ুকোনের ছবির বড় হোর্ডিং। টুইটারে একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, কী ভাবে কয়েক জন সিনেমা থিয়েটারে এসে উত্তেজনার সৃষ্টি করছেন। বুধবার ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে এমনই এক অশান্তিকর পরিবেশের সৃষ্টি করেন তাঁরা। সেই শপিং মলের কর্তৃপক্ষ বজরং দলের সদস্যদের থামাতেও চেষ্টা করেন। কিন্তু কোনও লাভ হয়নি। উল্টে তাঁদের রীতিমতো হুমকি দিয়েছেন তাঁরা।
বজরং দলের সদস্যরা কর্ণবতীর ওই থিয়েটারের কর্তৃপক্ষকে হুমকি দিয়ে বলেন, “এখানে দীপিকা এবং শাহরুখের এই ছবি চালানো যাবে না। তাঁদের কথা না শুনে যদি এই ছবি প্রদর্শন করা হয়, তা হলে বজরং দলের আসল রূপ দেখতে পাবেন তাঁরা। হিন্দু ধর্মের অবমাননা কখনও সহ্য করবে না বজরং দলের সদস্যরা।”
প্রসঙ্গত, ‘পাঠান’-এর প্রথম গান মুক্তির পর থেকেই বিতর্ক জারি। ইতিমধ্যেই ‘পাঠান’ ছবিকে অশ্লীল বলে দাগিয়ে দিয়েছেন দেশের একাংশের হিন্দুত্ববাদী সংগঠন। প্রথমে ছবি বয়কটের ডাক দেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সেই আগুন ধিকিধিকি ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন রাজ্যে। এই ছবির প্রতিবাদে রাস্তায় নামেন অযোধ্যার তপস্বী ছাবনীর সাধুরা। শাহরুখ খানকে জীবন্ত দগ্ধ করার হুঙ্কারও দেন সেখানকার পরমহংস আচার্য। কিছু দিন আগে শাহরুখের পরলৌকিক ক্রিয়াও করেন তাঁরা। শাহরুখের পোস্টার দিয়ে হয় গোটা শেষকৃত্যের আচার-অনুষ্ঠান। ১০ জানুয়ারি ‘পাঠান’-এর ট্রেলার মুক্তি পাওয়ার কথা। তার পর এই বিতর্কের জল কোন দিকে গড়ায় এখন সেটাই দেখার।
#WATCH | Gujarat | Bajrang Dal workers protest against the promotion of Shah Rukh Khan's movie 'Pathaan' at a mall in the Karnavati area of Ahmedabad (04.01)
— ANI (@ANI) January 5, 2023
(Video source: Bajrang Dal Gujarat's Twitter handle) pic.twitter.com/NelX45R9h7
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy