প্রত্যেক পরিচালক কি আলাদা আলাদা মহানায়ককে নিয়ে গল্প বলবেন? না কি একই নায়কের গল্পে জুড়ে যাবেন ছ’জন নির্মাতা! ছবি:ইনস্টাগ্রাম
এক ছবিতে ৬ জন পরিচালক! বলিউডে এ-ও কি সম্ভব? প্রজাতন্ত্র দিবসে চমকে দিলেন বিবেক অগ্নিহোত্রী। ‘দ্য কাশ্মীর ফাইল্স’ নির্মাতার ঝুলিতে এ বার বহু নায়কের গল্প, যাঁদের দেশ একটিই। ছবির নাম ‘ওয়ান নেশন’, যে সূত্রে পাঁচ জন জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক একজোট হবেন। পরিচালকদের তালিয়ায় বিবেকের সঙ্গে রয়েছেন, প্রিয়দর্শন, ডক্টর চন্দ্র প্রকাশ দ্বিবেদী, জন ম্যাথিউ মাথান, মাজু বোহারা এবং সঞ্জয় পুরান সিং চৌহান।
প্রত্যেক পরিচালক কি আলাদা আলাদা মহানায়ককে নিয়ে গল্প বলবেন? না কি একই নায়কের গল্পে জুড়ে যাবেন ছ’জন নির্মাতা! কিছুই বিশদে জানা যায়নি এখনও। আপাতত, সংশ্লিষ্ট চলচ্চিত্র নির্মাতাদের সঙ্গে নিজের টুইটার হ্যান্ডলে দুটি ছবি শেয়ার করে বিবেক লিখেছেন, “ছ’টি জাতীয় পুরস্কারজয়ী পরিচালকেরা ভারতের অমীমাংসিত নায়কদের অজানা গল্প নিয়ে আসছি। যাঁরা ভারতকে এক দেশ বা ‘ওয়ান নেশন’ হিসাবে ধরে রাখতে ১০০ বছর ধরে নিজেদের উৎসর্গ করেছেন।”
Six National Award winners will tell the untold tales of India's unsung heroes who dedicated their lives for 100 years to keep India as #OneNation.
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) January 26, 2023
Priyadarshan
Vivek Ranjan Agnihotri
Dr Chandra Prakash Dwivedi
John Methew Mathan
Maju Bohara
Sanjay Puran Singh Chauhan pic.twitter.com/tAC2SO151l
ছবিটি প্রযোজনা করবেন বিষ্ণু বর্ধন ইন্দুরি এবং হিতেশ ঠক্কর। বর্তমানে বিবেক তাঁর স্ত্রী পল্লবী জোশী, অনুপম খের এবং ‘কানতারা’ তারকা সপ্তমী গৌড়া অভিনীত ছবি ‘দ্য ভ্যাকসিন ওয়ার’-এর শুটিংয়ে ব্যস্ত।
২০২২ সালে মুক্তি পাওয়া ‘দ্য কাশ্মীর ফাইল্স’ বছরভর বিতর্কের কেন্দ্রে থাকার পর অস্কারেও প্রতিযোগিতায় শামিল হয়েছিল। যদিও মনোনীত হতে পারেনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy