এই দু’জনেই ভজনের সুরে হ্যারি পটারের জন্মদিন পালন করেছেন। ছবি টুইটার ভিডিয়ো থেকে নেওয়া।
জুলাই মাসের শেষ দিনটি হ্যারি পটারের ভক্তদের জন্য বিশেষ দিন। কারণ, ওই দিন হ্যারি পটার ও তাঁর স্রষ্টা জেকে রাউলিংয়ের জন্মদিন। সারা বিশ্বের পটারপ্রেমীরা এই দিনটিকে বিভিন্ন ভাবে পালন করে থাকেন। কিন্তু মুম্বইয়ের দুই পটার ভক্ত তাঁর জন্মদিন যে অভিনব উপায়ে পালন করলেন, তার প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
মুম্বইয়ের বাসিন্দা অনুয়া জাকাতদার ও শারিন ভাট্টি হ্যারি পটারের অন্ধ ভক্ত। জন্মদিনে তাই পটারকে নিয়েই গান বেঁধেছেন তাঁরা। আর সেই গান তাঁরা গেয়েছেন ভজনের সুরে। সেই গানে ফুটে উঠছে পটারের বিভিন্ন বই ও কাহিনির কথা।
যদিও ভজনের সুরে পটার স্মরণের ভিডিয়োটি বেশ পুরনো। কিন্তু এ বছর পটারের ৩৯ তম জন্মদিনের পর থেকেই ফের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি। আর তার পরই সেই ভিডিয়ো নিয়ে মেতেছেন নেটিজেনরা।
#HarryKaJanamdin ka Bhajan.
— Books on Toast (@BooksonT) August 1, 2018
Books on Toast presents a special bhajan on the occasion of #HarryPotter and @jk_rowling 's birthdays. We sang this live yesterday, however, here is a recorded version for your enjoyment.
Sang by: @sharinbhatti & @anuyeaah pic.twitter.com/wQRLzgELeU
আরও পড়ুন: ডাউন সিনড্রোমে আক্রান্ত শিশুদের সঙ্গে নাচলেন বলিউড বাদশা
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy