Advertisement
১৬ ডিসেম্বর ২০২৪
Vikrant Massey

‘প্রচুর ইংরেজি শব্দ ব্যবহার করেছিলাম, তাই কেউ বুঝতে পারেনি’, অবসর ঘোষণা নিয়ে বিক্রান্ত

তাঁর বার্তা নাকি মানুষের বুঝতে ভুল হয়েছে। খুব বেশি ইংরেজি শব্দ ব্যবহার করাতেই নাকি মানুষ তাঁর কথা বুঝতে পারেনি।

Vikrant Massey said that people misunderstood him because he used lots of English words

অবসর ঘোষণা নিয়ে কী বললেন বিক্রান্ত মাসে? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০২৪ ১৯:২৪
Share: Save:

কিছু দিন আগেই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘সবরমতী এক্সপ্রেস’। তার পরেই স্বেচ্ছাবসরের কথা ঘোষণা করেন বিক্রান্ত মাসে। কিন্তু তাঁর বার্তা নাকি মানুষের বুঝতে ভুল হয়েছে! খুব বেশি ইংরেজি শব্দ ব্যবহার করাতেই নাকি মানুষ তাঁর কথা বুঝতে পারেনি। স্পষ্ট করে বিক্রান্ত ফের জানালেন, অবসর নয়। কিছু দিনের জন্য বিরতি চাইছেন তিনি।

এক সাক্ষাৎকারে বিক্রান্ত বলেছেন, “আমি ওই বিবৃতিতে প্রচুর ইংরেজি লিখেছিলাম। অনেকেই বুঝতে পারেননি। তাই আমি পরিষ্কার করে বলি বিষয়টা। আমি অবসর করছি না। নিজেকে উন্নততর করে তুলতে প্রয়োজনীয় বিরতি নিচ্ছি মাত্র।”

বিক্রান্তের প্রথম পোস্টের পরেই প্রশ্ন উঠতে থাকে। অনেকে জল্পনা করেন, এ বার কি অভিনয় ছেড়ে তিনি রাজনীতিতে যোগ দেবেন? নিজের বার্তা স্পষ্ট করতে বিক্রান্ত বলেন, “টানা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে পড়েছি। এতটাই ক্লান্ত যে একটু বিশ্রামের প্রয়োজন। অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরও ভেঙে পড়ছে। ঘুরে ফিরে অসুস্থ হয়ে পড়ছি।” এটিই সাময়িক বিরতির প্রধান কারণ। পাশাপাশি, নিজের বাড়ি, পরিবারের প্রতিও তাঁর কিছু দায়িত্ব রয়েছে। কাজের চাপে সে সবও পালন করতে পারছেন না। যার ফল ভুগছেন তাঁর স্ত্রী, সন্তান। এ বার ‘বাবা’ এবং ‘স্বামী’ বিক্রান্ত নিজের দায়িত্ব পালন করতে চান। এ সমস্ত মিটিয়ে ফের অভিনয়ে ফিরবেন।

পর পর বেশ কিছু কাজ করেছেন বিক্রান্ত। ‘সবরমতী রিপোর্ট’-এর জন্য একাধিক হুমকিও এসেছে তাঁর কাছে। ছবিতে বিক্রান্ত ছাড়াও অভিনয় করেছেন ঋদ্ধি ডোগরা ও রাশি খন্না।

অন্য বিষয়গুলি:

Vikrant Massey entertainment news
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

সরাসরি দেখুন বছরের বেস্ট সন্ধ্যা

বছরের বেস্ট ২০২৪

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy