ভিকি কৌশল। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
কোনও সিনেমা শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়। কোনও সিনেমায় থাকে সামাজিক বার্তা। কখনও আবার সিনেমা বদলে দেয় কারও জীবন। ২৯ সেপ্টেম্বর, ২০১৬। মুক্তি পেয়েছিল ভিকি কৌশল অভিনীত ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। এই ছবি জীবন বদলে দেওয়ার। অন্তত ভিকি তেমনটাই মনে করছেন। কেন জানেন?
আসলে ‘উরি’ দেখার পর ভিকির এক অনুরাগী ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। সেই অনুরাগীর ‘উরি’ দেখে অনুপ্রাণিত হওয়ার ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ভিকি স্বয়ং।
ওই অনুরাগী লিখেছেন, ‘আমি এজ়িমালায় ভারতীয় নৌবাহিনীতে যোগ দিচ্ছি। চলতি মাসের ১৫ তারিখ থেকে ট্রেনিং শুরু হবে। আগামী চার বছর ধরে চলবে ট্রেনিং। আপনার সিনেমা ‘উরি’ই আমাকে বাহিনীতে যোগ দিতে অনুপ্রাণিত করেছে। আমি ভাবছি, আমার মতো আরও অনেকে নিশ্চয়ই অনুপ্রাণিত হবে। একটা মাস্টারপিস তৈরি করার জন্য আপনাকে ধন্যবাদ। এই স্পিরিটটা আমাদের মনে থাকবে। নতুন জার্নি শুরু করার আগে আপনার সঙ্গে সবটা শেয়ার করলাম।’
আরও পড়ুন, করিনার বিয়েতে করিশ্মাকে কী উপহার দিয়েছিলেন সইফ?
ভিকি জানিয়েছেন, এই ধরনের ঘটনার পর বোঝা যায়, পরিশ্রম সার্থক। নতুন কেরিয়ারের জন্য ওই অনুরাগীকে শুভেচ্ছাও জানিয়েছেন ভিকি।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে। )
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy