বিজয় খোটে। ফাইল চিত্র।
প্রয়াত ফিল্ম ও মঞ্চাভিনেতা বিজয় খোটে। বয়স হয়েছিল ৭৭ বছর। মাল্টি অর্গান ফেইলিওরের কারণে সোমবার তাঁর মৃত্যু হয়। তাঁকে মানুষ সব থেকে বেশি চিনতেন শোলের ‘কালিয়া’ চরিত্রের জন্য। বলিউডে বিজু খোটে নামেই তাঁকে বেশি পরিচিত ছিলেন তিনি।
বিজু খোটের আত্মীয় ভাবনা বালসাভর, যিনি নিজেও অভিনেত্রী, জানিয়েছেন সকাল ছ’টা ৫৫ মিনিটে তাঁর বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন। কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন বিজু। বাড়িতে রেখেই চিকিত্সা চলছিল।
১৯৬৪ সালে ‘ইয়া মালিক’ সিনেমা দিয়ে তাঁর বলিউডে পা রাখা। তারপর ৩০০টির বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিজয় খোটে,‘শোলে’র কালিয়া ছাড়াও‘কুরবানি’, ‘নাগিনা’, ‘কয়ামত সে কয়ামত তক’ ও ‘আন্দাজ আপনা আপনা’র মতো ফিল্মে নজরকাড়া অভিনয় করেছেন। ‘শোলে’তে গব্বর সিংহ-এর বন্দুকের নলের সামনে কালিয়ার, ‘সর্দার ম্যায়নে আপ কা নমক খায়া হ্যায়’, সংলাপ মিথ হয়ে গিয়েছে। এই সংলাপ এক সময় সিনেমাপ্রেমীদের মুখে মুখে ঘুরত।
‘আন্দাজ আপনা আপনা’তে তাঁর রবার্ট চরিত্রের মুখে, ‘গলতি সে মিস্টেক হোগয়া’, সংলাপও খুব জনপ্রিয় হয়েছিল। পরে সেই সংলাপ হিন্দি সিনেমাতে নানা ভাবে ব্যবহার হয়েছে। জনপ্রিয় এই হিন্দি সিনেমাগুলি ছাড়াও প্রচুর মারাঠি সিনেমায় অভিনয় করেছেন বিজয় খোটে। দুই ভাষায় মোট ৩০০-র বেশি সিনেমায় অভিনয় করেছেন। বিজয় খোটেকে শেষবার পর্দায় দেখা গিয়েছে গত বছর ‘জানে কিউ দে ইয়ারো’-তে।
বিজয় খোটের মৃত্যুতে শোক প্রকাশ করেছে গোটা বলিউড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy