Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Bollywood

চেহারা নিয়ে কটূক্তি, খাবারে বৈষম্য, অতীতের অপমান থেকেই এগিয়ে চলার রসদ পেয়েছেন ‘চুচা’

হাতখরচের জন্য ছোটখাটো কাজ করতেন। প্রোডাকশন হাউসের হয়ে ছবির সেটে খাবার পৌঁছে দিতেন। ছবিতে কোনও জিনিস প্রয়োজন হলে যোগান দিতেন সে সবও।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ মার্চ ২০২১ ০৯:৩৪
Share: Save:
০১ ১৬
ছোটবেলায় স্কুলের অনুষ্ঠানে গাছ সেজে দাঁড়িয়েছিলেন। বাড়িতে ‘ইয়ে কালী কালী আঁখে’ গানের সঙ্গে নাচতেন। মনে বেশ নায়ক-নায়ক অনুভূতি আসত। ঘটনাচক্রে পরবর্তীতে অভিনয়কেই পেশা করেন বরুণ শর্মা। ক্যামেরার নেপথ্যচারী থেকে অভিনেতা হয়ে ওঠার যাত্রাপথ ছিল বন্ধুর।

ছোটবেলায় স্কুলের অনুষ্ঠানে গাছ সেজে দাঁড়িয়েছিলেন। বাড়িতে ‘ইয়ে কালী কালী আঁখে’ গানের সঙ্গে নাচতেন। মনে বেশ নায়ক-নায়ক অনুভূতি আসত। ঘটনাচক্রে পরবর্তীতে অভিনয়কেই পেশা করেন বরুণ শর্মা। ক্যামেরার নেপথ্যচারী থেকে অভিনেতা হয়ে ওঠার যাত্রাপথ ছিল বন্ধুর।

০২ ১৬
আদতে জালন্ধরের ছেলে বরুণের পড়াশোনা হিমাচল প্রদেশের সোলানের দ্য লরেন্স স্কুল থেকে। বিখ্যাত এই আবাসিক স্কুলে সইফ আলি খান, পূজা বেদী, রাহুল রায়, সঞ্জয় দত্ত-সহ আরও অনেক তারকা-সন্তান পড়াশোনা করেছেন।

আদতে জালন্ধরের ছেলে বরুণের পড়াশোনা হিমাচল প্রদেশের সোলানের দ্য লরেন্স স্কুল থেকে। বিখ্যাত এই আবাসিক স্কুলে সইফ আলি খান, পূজা বেদী, রাহুল রায়, সঞ্জয় দত্ত-সহ আরও অনেক তারকা-সন্তান পড়াশোনা করেছেন।

০৩ ১৬
স্কুলের অনুষ্ঠানে এক বার প্রাক্তন ছাত্র সঞ্জয় দত্ত এসেছিলেন বিশেষ অতিথি হয়ে। শুধু তাঁকে দেখবেন বলে শিক্ষিকাকে অনুরোধ করে নাটকে অংশ নিয়েছিলেন বরুণ। অভিনয় করেছিলেন গাছের ভূমিকায়। তবে সে বার সঞ্জয়ের সঙ্গে আলাপ করা আর হয়ে ওঠেনি।

স্কুলের অনুষ্ঠানে এক বার প্রাক্তন ছাত্র সঞ্জয় দত্ত এসেছিলেন বিশেষ অতিথি হয়ে। শুধু তাঁকে দেখবেন বলে শিক্ষিকাকে অনুরোধ করে নাটকে অংশ নিয়েছিলেন বরুণ। অভিনয় করেছিলেন গাছের ভূমিকায়। তবে সে বার সঞ্জয়ের সঙ্গে আলাপ করা আর হয়ে ওঠেনি।

০৪ ১৬
তবে বরুণের আবাসিক স্কুলের জীবন অকালে শেষ হয়ে গেল। তাঁর বাবার মৃত্যুর পরে সংসারের দায়িত্ব পুরোটাই এসে পড়ে মায়ের উপর। তাঁর মা ছিলেন ফাইন আর্টসের শিক্ষিকা। স্বামীকে হারানোর পরে দুই সন্তানকেই নিজের কাছে এনে রাখতে চেয়েছিলেন।

তবে বরুণের আবাসিক স্কুলের জীবন অকালে শেষ হয়ে গেল। তাঁর বাবার মৃত্যুর পরে সংসারের দায়িত্ব পুরোটাই এসে পড়ে মায়ের উপর। তাঁর মা ছিলেন ফাইন আর্টসের শিক্ষিকা। স্বামীকে হারানোর পরে দুই সন্তানকেই নিজের কাছে এনে রাখতে চেয়েছিলেন।

০৫ ১৬
এর পর বোনের সঙ্গে জালন্ধরেই কেটেছে বরুণের শৈশব। জালন্ধরের স্কুল থেকে পাশ করার পরে চণ্ডীগড়ের কলেজ থেকে ফিল্ম মেকিং নিয়ে স্নাতক হন। পাশাপাশি, সে সময় তিনি থিয়েটার দলে অভিনয়ও করতেন। চণ্ডীগড় বা তার কাছাকাছি কোনও ছবির শ্যুটিং হলে বরুণ এবং তাঁর বন্ধুরা সুযোগ পেতেন ছোটখাটো ভূমিকায় অভিনয়ের।

এর পর বোনের সঙ্গে জালন্ধরেই কেটেছে বরুণের শৈশব। জালন্ধরের স্কুল থেকে পাশ করার পরে চণ্ডীগড়ের কলেজ থেকে ফিল্ম মেকিং নিয়ে স্নাতক হন। পাশাপাশি, সে সময় তিনি থিয়েটার দলে অভিনয়ও করতেন। চণ্ডীগড় বা তার কাছাকাছি কোনও ছবির শ্যুটিং হলে বরুণ এবং তাঁর বন্ধুরা সুযোগ পেতেন ছোটখাটো ভূমিকায় অভিনয়ের।

০৬ ১৬
সে ভাবেই ‘লন্ডন ড্রিমস’ ছবিতে অভিনয় করেন বরুণ। তবে এই ছবির শ্যুটিংয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতা হয়। এই ছবিতে বরযাত্রীর দৃশ্যে ঘোড়ার উপর বসা বর ছিলেন বরুণই। এই একটি দৃশ্য ছাড়া আর কোথাও তাঁকে দেখা যায়নি। তা ছাড়া, ইউনিটে তারকা এবং সাধারণ শিল্পীদের খাবারের ক্ষেত্রে আকাশ পাতাল বৈষম্যও কষ্ট দিয়েছিল তাঁকে। এর পরই তিনি ঠিক করেন, শুধু মুখ দেখানোর জন্য অভিনয় করবেন না।

সে ভাবেই ‘লন্ডন ড্রিমস’ ছবিতে অভিনয় করেন বরুণ। তবে এই ছবির শ্যুটিংয়ে তাঁর তিক্ত অভিজ্ঞতা হয়। এই ছবিতে বরযাত্রীর দৃশ্যে ঘোড়ার উপর বসা বর ছিলেন বরুণই। এই একটি দৃশ্য ছাড়া আর কোথাও তাঁকে দেখা যায়নি। তা ছাড়া, ইউনিটে তারকা এবং সাধারণ শিল্পীদের খাবারের ক্ষেত্রে আকাশ পাতাল বৈষম্যও কষ্ট দিয়েছিল তাঁকে। এর পরই তিনি ঠিক করেন, শুধু মুখ দেখানোর জন্য অভিনয় করবেন না।

০৭ ১৬
এর পর বরুণ ঠিক করে নেন তিনি বেছে বেছে অভিনয় করবেন। জালন্ধর থেকে চলে আসেন মুম্বই। পাশে পেয়েছিলেন মায়ের সমর্থন। ছেলের অভিনেতা হওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন তিনি।

এর পর বরুণ ঠিক করে নেন তিনি বেছে বেছে অভিনয় করবেন। জালন্ধর থেকে চলে আসেন মুম্বই। পাশে পেয়েছিলেন মায়ের সমর্থন। ছেলের অভিনেতা হওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিলেন তিনি।

০৮ ১৬
মুম্বই এসে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে থাকেন বরুণ। অংশ নেন অডিশনেও। প্রথমে ব্যর্থ হন অনেক ক্ষেত্রে। সে সময় হাতখরচের জন্য ছোটখাটো কাজ করতেন। প্রোডাকশন হাউসের হয়ে ছবির সেটে খাবার পৌঁছে দিতেন। ছবিতে কোনও জিনিস প্রয়োজন হলে যোগান দিতেন সে সবও।

মুম্বই এসে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতে থাকেন বরুণ। অংশ নেন অডিশনেও। প্রথমে ব্যর্থ হন অনেক ক্ষেত্রে। সে সময় হাতখরচের জন্য ছোটখাটো কাজ করতেন। প্রোডাকশন হাউসের হয়ে ছবির সেটে খাবার পৌঁছে দিতেন। ছবিতে কোনও জিনিস প্রয়োজন হলে যোগান দিতেন সে সবও।

০৯ ১৬
এর পর বরুণ কাজ করেন এক কাস্টিং ডিরেক্টরের কাছে। ‘তলাশ’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-সহ বেশ কিছু ছবিতে তিনি কাজ করেছেন কাস্টিং ডিরেক্টর হিসেবে।

এর পর বরুণ কাজ করেন এক কাস্টিং ডিরেক্টরের কাছে। ‘তলাশ’, ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’-সহ বেশ কিছু ছবিতে তিনি কাজ করেছেন কাস্টিং ডিরেক্টর হিসেবে।

১০ ১৬
বেশ কিছু দিন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করার ফলে বরুণের ধারণা তৈরি হয় বলিউডে কোন সিনেমায় কেমন অভিনেতাদের সুযোগ দেওয়া হয়। তিনি এ বার ফরহান আখতারের কাছে অডিশন দেন। সুযোগ পান ‘ফুকরে’ ছবিতে ‘চুচা’-র ভূমিকায় অভিনয়ের।

বেশ কিছু দিন কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করার ফলে বরুণের ধারণা তৈরি হয় বলিউডে কোন সিনেমায় কেমন অভিনেতাদের সুযোগ দেওয়া হয়। তিনি এ বার ফরহান আখতারের কাছে অডিশন দেন। সুযোগ পান ‘ফুকরে’ ছবিতে ‘চুচা’-র ভূমিকায় অভিনয়ের।

১১ ১৬
এক দিক দিয়ে ‘চুচা’-ই ছিল এই ছবির কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরেই আবর্তিত হয়েছিল চিত্রনাট্য। নতুন অভিনেতাদের নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। জনপ্রিয়তার জেরে বরুণের নামই হয়ে গিয়েছিল ‘চুচা’।

এক দিক দিয়ে ‘চুচা’-ই ছিল এই ছবির কেন্দ্রীয় চরিত্র। তাকে ঘিরেই আবর্তিত হয়েছিল চিত্রনাট্য। নতুন অভিনেতাদের নিয়ে তৈরি এই ছবি বক্স অফিসে সুপারহিট হয়েছিল। জনপ্রিয়তার জেরে বরুণের নামই হয়ে গিয়েছিল ‘চুচা’।

১২ ১৬
প্রথম দিকে বলিউডে অডিশন দেওয়ার সময় বিভিন্ন কারণে বরুণকে খারিজ করা হত। চেহারা নিয়ে নানা তির্যক মন্তব্যও শুনতে হয়েছে। তাঁকে নাকি ধনী বা দরিদ্র, কোনও চরিত্রেই মানায় না। দাঁতের গঠন নিয়েও শুনতে হয়েছে কটু মন্তব্য। ফলে তাঁর ধারণা হয়েছিল, ক্যামেরার সামনে তাঁকে মানায় না। সেই ধারণা  মুছে দেয় ‘ফুকরে’।

প্রথম দিকে বলিউডে অডিশন দেওয়ার সময় বিভিন্ন কারণে বরুণকে খারিজ করা হত। চেহারা নিয়ে নানা তির্যক মন্তব্যও শুনতে হয়েছে। তাঁকে নাকি ধনী বা দরিদ্র, কোনও চরিত্রেই মানায় না। দাঁতের গঠন নিয়েও শুনতে হয়েছে কটু মন্তব্য। ফলে তাঁর ধারণা হয়েছিল, ক্যামেরার সামনে তাঁকে মানায় না। সেই ধারণা মুছে দেয় ‘ফুকরে’।

১৩ ১৬
এর পর সুযোগ আসতে থাকে তাঁর কাছে। মুম্বইয়ের নামী হোটেলে চিত্রনাট্য শুনতে শুনতে আবাগে কেঁদে ফেলেছিলেন তিনি। বলেছিলেন, তিনি কোনও দিন ভাবতেই পারেননি একদিন হোটেলে বসে চিত্রনাট্য শুনবেন। কাজ চাওয়ার বদলে তাঁর কাছে কাজের অফারও আসবে।

এর পর সুযোগ আসতে থাকে তাঁর কাছে। মুম্বইয়ের নামী হোটেলে চিত্রনাট্য শুনতে শুনতে আবাগে কেঁদে ফেলেছিলেন তিনি। বলেছিলেন, তিনি কোনও দিন ভাবতেই পারেননি একদিন হোটেলে বসে চিত্রনাট্য শুনবেন। কাজ চাওয়ার বদলে তাঁর কাছে কাজের অফারও আসবে।

১৪ ১৬
২০১৫ সালে বরুণ অভিনয় করেন ‘ডলি কি ডোলি’ ছবিতে। এই ছবিতে কাজের সূত্রে তাঁর আলাপ হয় সলমন খানের সঙ্গে। শাহরুখ এবং কাজলের মাঝে তিনি নজর কেড়ে নেন ‘দিলওয়ালে’ ছবিতে। ‘ছিচোড়ে’ ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা আরও মজবুত করেন বরুণ।

২০১৫ সালে বরুণ অভিনয় করেন ‘ডলি কি ডোলি’ ছবিতে। এই ছবিতে কাজের সূত্রে তাঁর আলাপ হয় সলমন খানের সঙ্গে। শাহরুখ এবং কাজলের মাঝে তিনি নজর কেড়ে নেন ‘দিলওয়ালে’ ছবিতে। ‘ছিচোড়ে’ ছবিতে অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা আরও মজবুত করেন বরুণ।

১৫ ১৬
বহিরাগত হয়েও বরুণ স্বপ্ন দেখেছিলেন। টিনসেল টাউনে সেই স্বপ্নপূরণের অনেক ধাপ তিনি পেরিয়েও এসেছেন। একদিন যে শহরে তিনি অটোয় করে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতেন, আজ সেই শহরের রাজপথে দৌড়য় তাঁর বিএমডব্লু।

বহিরাগত হয়েও বরুণ স্বপ্ন দেখেছিলেন। টিনসেল টাউনে সেই স্বপ্নপূরণের অনেক ধাপ তিনি পেরিয়েও এসেছেন। একদিন যে শহরে তিনি অটোয় করে প্রযোজকদের দরজায় দরজায় ঘুরতেন, আজ সেই শহরের রাজপথে দৌড়য় তাঁর বিএমডব্লু।

১৬ ১৬
বরুণ এখন বেছে বেছে অভিনয় করেন। তিনি চান, বলিউডে নিজের জায়গা ধরে রাখতে। বহু পরিশ্রমের পরে যেখানে পৌঁছেছেন, সেটা হারাতে চান না। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রুহি’। এই ছবিতেও রাজকুমার রাওয়ের মতো বলিষ্ঠ অভিনেতার পাশে বাজিমাত করেছে বরুণের অভিনয়। অতীতের প্রত্যাখ্যান থেকেই এগিয়ে চলার রসদ পেয়েছন বরুণ

বরুণ এখন বেছে বেছে অভিনয় করেন। তিনি চান, বলিউডে নিজের জায়গা ধরে রাখতে। বহু পরিশ্রমের পরে যেখানে পৌঁছেছেন, সেটা হারাতে চান না। সম্প্রতি মুক্তি পেয়েছে ‘রুহি’। এই ছবিতেও রাজকুমার রাওয়ের মতো বলিষ্ঠ অভিনেতার পাশে বাজিমাত করেছে বরুণের অভিনয়। অতীতের প্রত্যাখ্যান থেকেই এগিয়ে চলার রসদ পেয়েছন বরুণ

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy