‘সিটাডেল: হানি বানি’ ওয়েব সিরিজ়ের একটি দৃশ্যে বরুণ ধওয়ান। ছবি: সংগৃহীত।
চলতি সপ্তাহেই মুক্তি পেয়েছে বরুণ ধওয়ান অভিনীত ওয়েব সিরিজ় ‘সিটাডেল: হানি বানি’। অ্যান্থনি রুশো ও জো রুশোর তৈরি আন্তর্জাতিক ‘সিটাডেল’ সিরিজ়ের ভারতীয় স্পিন অফ এই সিরিজ়টি বরুণের প্রথম ওয়েব সিরিজ়। সূত্রের খবর, এ বার মূল ‘সিটাডেল’-এর নতুন সিজ়নে থাকছেন বরুণ। অর্থাৎ এই সিরিজ়ের মাধ্যমেই বরুণের আন্তর্জাতিক অভিষেক হতে চলেছে।
মূল ‘সিটাডেল’ রুশো ভাইয়েরা পরিচালনা করেছেন। তবে ‘সিটাডেল: হানি বানি’র পরিচালক রাজ ও ডিকে। সিরিজ়টি দর্শকের মন জয় করেছে। বলিউড সূত্রের খবর, বরুণের অভিনয় পছন্দ হয়েছে রুশো ভাইদের। সিরিজ়ের আন্তর্জাতিক সংস্করণের জন্য তাঁরা বরুণকে নির্বাচন করেছেন। বিষয়টি নিয়ে অভিনেতার সঙ্গে পরিচালকদ্বয়ের কথাবার্তাও এগোচ্ছে।
গত বছর মুক্তি পায় মূল ‘সিটাডেল’। সিরিজ়ে মুখ্য চরিত্রে ছিলেন প্রিয়ঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেন। গত মাসেই একটি সাক্ষাৎকারে বরুণ এবং সামান্থার ‘সিটাডেল’-এর প্রশংসা করেন অভিনেত্রী। জানান, তিনি দু'টি এপিসোড দেখেছেন। বাকিটাও শিগগির দেখে নেবেন। প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমার সঙ্গে বরুণ এবং সামান্থার চরিত্রের একটি বিশেষ যোগসূত্র রয়েছে। সেটা সিরিজ়টা দেখলে বোঝা যাবে।’’ বরুণকে নিয়ে আশাবাদী অনুরাগীরা। হিন্দি সিরিজ়ের মতো অভিনেতা যে আন্তর্জাতিক সংস্করণেও দর্শককে চমকে দেবেন, তেমনটাই ভাবছেন দর্শকের একাংশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy