‘বেবি জন’ ছবিতে বরুণের একটি লুক। ছবি: সংগৃহীত।
গত বছর ‘জওয়ান’ মুক্তির আগেও ২ মিনিটের একটি বিশেষ ভিডিয়ো প্রকাশ করেছিলেন তিনি। ‘বেবি জন’-এর ক্ষেত্রেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। পার্থক্য এই যে, শাহরুখ অভিনীত ছবির ক্ষেত্রে তিনি ছিলেন পরিচালক এবং এ বারে বরুণ ধওয়ানের ছবিতে তিনি নিবেদক। দক্ষিণী পরিচালক অ্যাটলির ‘থেরি’ ছবিটির রিমেক ‘বেবি জন’।
সোমবার ছবির একটি বিশেষ ঝলক প্রকাশ্যে এসেছে, যাকে নির্মাতারা ‘টিজ়ার প্রিভিউ’ হিসাবে উল্লেখ করেছেন। শুরু থেকেই এই ছবি ঘিরে দর্শকের উন্মাদনা তুঙ্গে। কারণ, সর্বভারতীয় দর্শকের কথা ভেবেই ছবিটিকে তৈরি করেছেন পরিচালক কালিস। বরুণের অ্যাকশন অবতার দর্শকের কাছে পরিচিত। কিন্তু, ‘বেবি জন’ ছবিতে তার মাত্রা আরও কয়েক গুণ বেড়েছে। গত কয়েক বছরে দক্ষিণী ছবি বলিউডে থাবা বসিয়েছে। বলিউড তারকারাও দক্ষিণী নির্মাতাদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন। এই ছবির ঝলকে বলিউড কম, বরং দক্ষিণী প্রভাব বেশি।
ধুন্ধুমার অ্যাকশন এবং কাহিনির সূত্র ‘টিজ়ার প্রিভিউ’-এর আকর্ষণ ধরে রেখেছে। পুলিশ অফিসারের চরিত্রে বরুণ। পরবর্তী সময়ে দুষ্টের দমনে পদক্ষেপ। পাশাপাশি রয়েছে বাবা এবং মেয়ের আবেগঘন কাহিনি। আর রয়েছে খল চরিত্রে জ্যাকি শ্রফের রোমহর্ষক সংলাপ।
ছবির যে ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে বরুণের বেশ কয়েকটি লুক দেখা গিয়েছে, যা ঘিরে সমাজমাধ্যমে অনুরাগীদের উন্মাদনা লক্ষণীয়। এখন জ্যাকির সঙ্গে তাঁর টক্কর জমে কি না, সেটাই দেখার। অন্য দিকে, বরুণের বিপরীতে রয়েছেন কীর্তি সুরেশ। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ ‘জওয়ান’ ছবির সঙ্গে এই ছবির তুলনাও টেনেছেন। সত্যিই, নায়ক বলিউডের এবং নায়িকা দক্ষিণী— এই ‘ফর্মুলা’ কত দিন চলে, সেটাও তর্কসাপেক্ষ।
এই ছবিতে লম্বা চুল এবং দাড়িতে বরুণের লুক এবং অ্যাকশন দেখে অনেকেই আবার হলিউড অভিনেতা কিয়ানু রিভস্ অভনীত ‘জন উইক’ ছবির সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তবে খারাপ-ভাল মিলিয়ে বরুণের নতুন অবতার দর্শকের পছন্দ হয়েছে। চলতি মাসেই মুক্তি পাবে বরুণ অভিনীত স্পাই ওয়েব সিরিজ় ‘সিটাডেল: হানি বানি’। পর পর অ্যাকশনে তিনি কতটা আলাদা, তা-ও দেখার বিষয়। ‘বেবি জন’ ছবির ঝলকে বরুণের মুখে সংলাপ, ‘‘আমার মতো অনেকেই হয়তো এসেছে, কিন্তু আমি প্রথম বার এলাম।’’ এই দাবি মেনেই, বছরশেষে এই ছবি দর্শককে আকৃষ্ট করতে পারে কি না, দেখা যাক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy