(বাঁ দিকে)কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টরাজ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
দীপাবলির ঠিক এক দিন বাদেই কন্যাসন্তানের বাবা-মা হন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দিলেন শ্রীময়ী। মেয়ের জন্মের পরই অভিনেতা জানিয়েছিলেন বাড়িতে লক্ষ্মী এসেছে। তাঁরা কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। এখন ক’দিন হাসপাতালেই শ্রীময়ী। তবে, স্বামীর কর্তব্য পালনে ত্রুটি রাখছেন না বিধায়ক-অভিনেতা। হাসপাতাল থেকে কর্তা-গিন্নি তাঁদের ছবি পোস্ট করেছেন।
যদিও সদ্যোজাতের মুখ দেখাননি। তবে সন্তান জন্মের পরের সময়টা যে হেসেখেলে কাটছে তাঁদের, এই ছবি তাঁর প্রমাণ। একে অপরের দিকে চুমু ছুড়ে দিচ্ছেন। তবে কাঞ্চন একা নন, শ্রীময়ী ও মেয়ের দেখভাল করার জন্য সঙ্গে রয়েছেন শ্রীময়ীর বোনও।
শ্রীময়ী যে অন্তঃসত্ত্বা, সেই আঁচ বেশ কয়েক মাস আগে থেকেই করা হচ্ছিল। কিন্তু তাঁদের তরফ থেকে কোনও ঘোষণা করা হয়নি। এমনকি মেয়ের জন্মের দিন দুপুর অবধি নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরকে ভুয়ো বলে দাবি করে এসেছেন শ্রীময়ী। সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট নাগাদ জানা যায়, মা হয়েছেন কাঞ্চন-পত্নী। এমন গোপনীয়তা রাখার নেপথ্য কারণ হিসেবে কাঞ্চন জানিয়েছেন, তাঁরা প্রথম থেকে খুব সাবধানি ছিলেন সন্তানের জন্ম নিয়ে। তাই আগেভাগে কোনও বার্তা কাউকে দিতে চাননি। একে বাঙালি পরিবারের সংস্কার বলেও উল্লেখ করেছিলেন কাঞ্চন।
মা হওয়ার খবর প্রকাশ্য আসার পর শ্রীময়ী সমাজমাধ্যমে লেখেন, “এ এক দীর্ঘ সফর। টানা ৯ মাসের। বহু আবেগের মুহূর্ত রয়েছে। শারীরিক দিক থেকেও ওঠাপড়া লেগে থেকেছে। আমার মধ্যে এক ছোট্ট প্রাণ নড়েচড়ে উঠত। এই অনুভূতি সত্যিই অসাধারণ।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy