Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
Nirmala Mishra

অসুস্থ হয়ে ফের হাসপাতালে নির্মলা মিশ্র

বছর তিনেক আগে ২০১৭-য় শিল্পী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রথম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

ফের অসুস্থ নির্মলা মিশ্র। —ফাইল চিত্র।

ফের অসুস্থ নির্মলা মিশ্র। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুলাই ২০২০ ১২:২৫
Share: Save:

ভাল নেই সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র। তাঁর স্বামী প্রদীপ দাশগুপ্তের সঙ্গে আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা হলে তিনি বলেন, “গতকাল রাতে খুব অসুস্থ হয়ে যায়। হাসপাতালে ভর্তি করতে বাধ্য হই। অবস্থা ভাল নয়। আপনারা তো সকলেই জানেন, ও অনেক দিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছে”।

‘ও তোতা পাখি রে’, ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’-র মতো কালজয়ী বাংলা গানের শিল্পী তিনি। বাংলা আধুনিক গানের স্বর্ণযুগে যে সব শিল্পীর গান উৎসব, অনুষ্ঠানে, নিত্যদিন সবার ঘরে রেডিয়ো বা গ্রামোফোনে বেজে উঠত নির্মলা তাঁদের মধ্যে অন্যতম।

৫০ বছরেরও বেশি সময় নির্মলার গানে মজেছিল গত শতকের পাঁচ, ছয়ের দশকের বঙ্গজীবন। বছর তিনেক আগে ২০১৭-য় শিল্পী মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে প্রথম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ সময় বেসরকারি হাসপাতালে ভর্তি থাকার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। আবার নতুন করে তাঁর অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন বাংলার শিল্পীমহল, অনুরাগীরা।

আরও পড়ুন: শুটিংয়ে অগ্নিদগ্ধ হয়ে ৭৩টি অস্ত্রোপচার, সঞ্জয়ের অত্যাচারেই নাকি ক্ষতিগ্রস্ত হয় জীনাতের চোখ

আরও পড়ুন: দোস্তি থাকলেও এই ভিলেনের শেষযাত্রায় ছিলেন না বলিউডের কোনও সুপারস্টার!​

অন্য বিষয়গুলি:

madhyamic Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy