Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Sushant Singh Rajput

চাঁদের হাটে গ্রহণ? ‘কফি উইথ কর্ণ’-এর ভবিষ্যৎ অনিশ্চিত

নেতিবাচক প্রতিক্রিয়ার জেরে এই শো কি পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যাবে?

হিট ছবি দেওয়ার পরেও কর্ণের শোয়ে কখনও আমন্ত্রণ পাননি সুশান্ত।

হিট ছবি দেওয়ার পরেও কর্ণের শোয়ে কখনও আমন্ত্রণ পাননি সুশান্ত।

দীক্ষা দত্ত
মুম্বই শেষ আপডেট: ২৯ জুন ২০২০ ০০:০১
Share: Save:

একটি জনপ্রিয় শোয়ের ভাগ্যে প্রশ্নচিহ্ন ঝুলিয়ে দিল সুশান্ত সিংহ রাজপুতের অকালমৃত্যু। যে শোয়ে ফাঁস হত তারকাদের অন্দরকাহিনি, সেই শো কি আর দিনের আলো দেখতে পাবে? কথা হচ্ছে, জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-এর। সম্প্রতি শোয়ের সিক্সথ সিজ়নের একটি টিজ়ার লঞ্চ করেছে সম্প্রচারকারী চ্যানেল। হটস্টারে সেই টিজ়ার এখনও রয়েছে। তবে সুশান্তের মৃত্যুর পরে গত দু’সপ্তাহে নেটিজ়েনদের চক্ষুশূল হয়েছে কর্ণের শো, সেখানে প্রথম সারির কয়েকজন অভিনেতাদের সুশান্তকে নিয়ে করা তির্যক মন্তব্যের কারণে। এই ঘটনাগুলির জেরেই শোয়ের সম্প্রচারকারী চ্যানেল দোটানায়। আদৌ কি তারা শোয়ের নতুন সিজ়ন শুট করবে? নেতিবাচক প্রতিক্রিয়ার জেরে এই শো কি পাকাপাকি ভাবে বন্ধ হয়ে যাবে? চ্যানেল এখনও সিদ্ধান্ত না নিলেও এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হিট ছবি দেওয়ার পরেও কর্ণের শোয়ে কখনও আমন্ত্রণ পাননি সুশান্ত। সেই কাঁটাতেও বিদ্ধ শোয়ের সঞ্চালক।

এআইবির একটি শোয়ে রণবীর কপূর একবার বলেছিলেন, ‘‘কর্ণের শোয়ে যা বলা হয়, দর্শক ভেবে নেন সবটা সত্যি। কর্ণকে বলি, তুমি তো টাকা রোজগার করছ, আর তোমার শোয়ের জন্য আমাদের জবাবদিহি করতে হয়...’’ অভিনেতার কথাই অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে গত ক’দিনে। ট্রোলের ভয়ে সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব বজায় রাখছেন কর্ণ জোহর, আলিয়া ভট্ট, সোনম কপূর, করিনা কপূর খান প্রমুখরা। টুইটার ছেড়েছেন সোনাক্ষী সিংহ। নতুন সিজ়ন এলেও, কফির চুমুকে আড্ডা দিতে সেলেব্রিটিরা কতটা স্বচ্ছন্দ হবেন, প্রশ্ন উঠছে তা নিয়েও।

সুশান্তের মৃত্যুর পরে দু’সপ্তাহ পেরিয়ে গিয়েছে। তাঁর পরিবারের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। অভিনেতার স্মৃতিতে ‘সুশান্ত সিংহ রাজপুত ফাউন্ডেশন’ নামে একটি সংস্থা গড়ে তোলা হবে যা সিনেমা, বিজ্ঞান ও খেলাধুলোর জগতের নতুন প্রতিভাদের সাহায্য করবে। পটনার রাজীব নগরে সুশান্তের বাড়ি তাঁর অনুরাগীদের জন্য সাজিয়ে তোলা হবে অভিনেতার ব্যবহৃত জিনিসপত্র, তাঁর অজস্র বই, পছন্দের টেলিস্কোপ, ফ্লাইট সিমুলেটর ইত্যাদি দিয়ে। এ ছাড়া সুশান্তের ইনস্টাগ্রাম, টুইটার আর ফেসবুক পেজও অ্যাক্টিভ রাখা হবে বলে জানানো হয়েছে তাঁর পরিবারের তরফে। রবিবার অভিনেতার পটনার বাড়িতে গিয়েছিলেন নানা পটেকর। টুইটারে সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি ট্রেন্ডিং। অভিনেতার শেষ ছবির অনলাইন রিলিজ় নিয়ে ভক্তরা ক্ষুব্ধ।

আরও পড়ুন: বলিউডে কোন কোন অভিনেতা কর্ণ জোহরকে এড়িয়ে চলেন জানেন?

অন্য বিষয়গুলি:

Sushant Singh Rajput Karan Johar Nepotism Bollywood Koffee with Karan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy