Advertisement
E-Paper

ফেডারেশনের চাপে টলিপাড়ায় কাজের স্বাধীনতা নেই! আদালতে মামলা দায়ের করলেন পরিচালক

টলিপাড়ায় ফেডারেশন বনাম পরিচালকদের মধ্যে মতানৈক্যের জেরে কাজের পরিস্থিতি নষ্ট হচ্ছে বলে অভিযোগ। আদালতে মামলা করলেন পরিচালক বিদুলা ভট্টাচার্য।

Bengali director Bidula Bhattacharjee filed a writ petition in High Court against Federation

(বাঁ দিকে) স্বরূপ বিশ্বাস। পরিচালক বিদুলা ভট্টাচার্য (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৯:৫২
Share
Save

গত এক বছরে বিভিন্ন সময়ে টলিপাড়ায় ফেডারেশনের (ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান অ্যান্ড ওয়ার্কার্স অফ ইর্স্টার্ন ইন্ডিয়া) সঙ্গে পরিচালকদের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। দু’পক্ষের মধ্যস্থতায় কাজের পরিস্থিতি সচল হলেও, এখনও পর্যন্ত একাধিক প্রশ্নের উত্তর অধরা। ফলে অনেক স্বাধীন পরিচালকই ইন্ডাস্ট্রির কাজের পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বার হাইকোর্টে ফেডারেশনের বিরুদ্ধে মামলা দায়ের করলেন পরিচালক বিদুলা ভট্টাচার্য।

সূত্রের খবর, কলকাতা হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেছেন ‘প্রেম আমার ২’ খ্যাত পরিচালক বিদুলা। আনন্দবাজার ডট কমের তরফে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বিষয়টির সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে এখনই এই প্রসঙ্গে খুব বেশি তথ্য দিতে নারাজ বিদুলা। বললেন, ‘‘গত বছর থেকে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের সমস্যা চলছে। ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে। একের পর এক প্রযোজক ফিরে যাচ্ছেন। ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ নষ্ট হচ্ছে এবং স্বাধীন পরিচালকেরা খুব কঠিন সময়ের মধ্যে পড়েছেন। তাই আর কোনও পথ না পেয়ে আমি আদালতের শরণাপন্ন হয়েছি।’’ এরই সঙ্গে ফেডারেশনের বিরুদ্ধে পরিচালকদের অতীতের কিছু অভিযোগকেই মনে করিয়ে দিতে চাইলেন বিদুলা। বললেন, ‘‘কলাকুশলীদের মধ্যে আমি কাদের নিয়ে কাজ করব বা কোন ক্যামেরায় শুট করব, সেটা তো ফেডারেশন ঠিক করে দিতে পারে না!’’

গত বছর পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের পুজোর ছবিকে কেন্দ্র করে ফেডারেশনের সঙ্গে পরিচালকদের মতানৈক্য প্রকাশ্যে আসে। তার পর মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে একটি বিশেষ কমিটি গঠন করা হয়। বলা হয়, তিন মাসের মধ্যে ওই কমিটি রিপোর্ট জমা দেবে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। সময়ের সঙ্গে পরিচালকদের দুই সংগঠনের (‘ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন অফ ইস্টার্ন ইন্ডিয়া’ এবং ‘ইস্ট ইন্ডিয়া মোশন পিকচার্স ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন’) মধ্যেও মতানৈক্য দেখা দিয়েছে। বিদুলা বললেন, ‘‘আমি ফেডারেশনে ইমেল করেছি। কোনও উত্তর আসেনি। পরিচালকেরাও বার বার বলছেন, দ্রুত বৈঠক করা হবে। কিন্তু এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। আর কত দিন অপেক্ষা করতে হবে, জানি না।’’

তবে বিদুলা স্পষ্ট জানিয়ে দিলেন, মামলা দায়ের করার অর্থ তিনি ইন্ডাস্ট্রিতে কলাকুশলীদের বিরুদ্ধাচরণ করছেন না। পরিচালকের যুক্তি, ‘‘কাজের সংখ্যা কমলে বা বন্ধ হলে আমার টেকনিশিয়ান বন্ধুদেরও যে সমস্যা হয়, সেটা আমি জানি। আমি প্রত্যেকের হয়েই এই পদক্ষেপ করেছি। আদালত এ বার বিষয়টা বিবেচনা করবে।’’

নিয়মের জালেই বাধ্য হয়ে সম্প্রতি নিজের প্রযোজনায় ‘রোল প্লে’ নামক একটি ছবির শুটিং শেষ করেছেন বিদুলা। ফেডারেশনের বিরুদ্ধে মামলা করে, আগামী দিনে তিনি কি ইন্ডাস্ট্রিতে সহজ ভাবে কাজ করতে পারবেন? বিদুলা বললেন, ‘‘এখন আমি এ সব নিয়ে কিছুই ভাবতে চাইছি না। সমস্যার সমাধান হয়ে সকলে মিলে যাতে কাজ করতে পারি, তার জন্যই তো এই পদক্ষেপ।’’ বৃহস্পতিবার হাইকোর্টে এই মামলার প্রতি দৃষ্টি আকর্ষণ করা হবে। এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু তাঁর তরফে কোনও উত্তর পাওয়া যায়নি।

Tollywood News Directors Federation

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}